সংগীত জগতে অঘটনের ছায়া, বড় দুর্ঘটনার কবলে গায়ক সোনু নিগম

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মঞ্চে পারফর্ম করার ধরনও বদলেছে। এখন আর কেউ এক জায়গায় দাঁড়িয়ে গান করেন না। গানের সঙ্গে তাল মিলিয়ে নাচের মাধ্যমে মঞ্চ মাতানো যেন এক নতুন ট্রেন্ড হয়ে উঠেছে। বলিউড থেকে টলিউডের সঙ্গীতশিল্পীরা এই ধারা অনুসরণ করছেন। তাঁদের মধ্যেই অন্যতম জনপ্রিয় নাম হল সোনু নিগম (Sonu Nigam)। যাঁর কণ্ঠ এবং মঞ্চ পারফরম্যান্স বরাবরই দর্শকদের মুগ্ধ করে এসেছে। কিন্তু সম্প্রতি মঞ্চে পারফর্ম করতে গিয়ে এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি।

সোনু নিগমের উত্থান এবং মঞ্চ পারফরম্যান্স

সোনু নিগম বলিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় সঙ্গীতশিল্পী। ‘কাল হো না হো’, ‘অভি মুঝ মে কহিঁ’-এর মতো একাধিক সুপারহিট গানের গায়ক তিনি। শুধু প্লেব্যাক নয়, সোনুর মঞ্চে পারফর্ম করার ধরনও বরাবরই প্রশংসিত। তাঁর পারফরম্যান্সে রয়েছে মাধুর্য, কণ্ঠে জাদু, আর শরীরী ভাষায় আলাদা আকর্ষণ। সম্প্রতি পুণেতে এক শো করতে গিয়ে হঠাৎ এক অপ্রত্যাশিত বিপদের সম্মুখীন হন তিনি। মঞ্চ মাতাতে গিয়ে ঘটে যায় এক গুরুতর দুর্ঘটনা।

মঞ্চে পারফর্ম করার সময় ঘটে যায় দুর্ঘটনা

পুণেতে শো চলাকালীন সোনু তাঁর স্বভাবসুলভ ভঙ্গিমায় গান গাইতে গাইতে নাচ করছিলেন। গানের সঙ্গে সামান্য কিছু নাচের স্টেপ তাঁর পারফরম্যান্সের অঙ্গ। কিন্তু সেই নাচ করতে গিয়েই ঘটে যায় বিপদ। হঠাৎ তাঁর শিরদাঁড়ায় মারাত্মক চোট লাগে। ব্যথায় কাতর হয়ে যান সঙ্গীতশিল্পী। শো চলাকালীনই তাঁর টিম সদস্যরা তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। কেউ তাঁর হাত ধরে রাখেন, কেউ বা পিঠে ম্যাসাজ করেন। কোনওরকমে শো শেষ করেন সোনু। মঞ্চ থেকে নেমে আসেন সহকারীদের কাঁধে ভর দিয়ে।

ব্যথায় শয্যাশায়ী হয়ে পড়েছেন সঙ্গীতশিল্পী

পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন সোনু। সেখানে দেখা যায়, তিনি বিছানায় শুয়ে রয়েছেন এবং বলছেন, “মা সরস্বতীর কৃপায় শো শেষ করতে পেরেছি।” ভিডিওতে সোনুকে অসহায় অবস্থায় দেখা যায়, যেখানে শিরদাঁড়ার ব্যথায় তিনি সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না। ভিডিও দেখে বোঝা যায়, শোয়ের পরপরই তাঁর চিকিৎসা শুরু হয়। স্ট্রেচিং ও অন্যান্য চিকিৎসার মাধ্যমে তাঁর পেশিগুলিকে আরাম দেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

আরও পড়ুনঃ শুটিংয়ের মাঝেই সপ্তমে মেজাজ! দীপঙ্কর দে’কে মেরেছিলেন রঞ্জিত মল্লিক! কারণ জানলে চমকাবেন

কিছুদিন বিশ্রামে থাকতে হবে সোনু নিগমকে

বর্তমানে সোনুকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আপাতত কয়েকদিন মঞ্চ থেকে দূরে থাকতে হবে তাঁকে। তবে ভক্তদের আশ্বস্ত করেছেন তিনি, খুব শীঘ্রই তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। উল্লেখ্য, সোনু একজন স্বাস্থ্যসচেতন মানুষ এবং নিয়মিত শরীরচর্চা করেন। তবুও এই দুর্ঘটনা তাঁর শরীরের ওপর গুরুতর প্রভাব ফেলেছে। এখন তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা।