নেপোটিজমের নয়া উদাহরণ, এবার মণীশ মালহোত্রার ডিজাইনিং ভারতীয় শাড়িতে বলিউড ডেবিউ শাহরুখ কন্যা সুহানার! আগুন নেট দুনিয়ায়

সাধারণভাবে তিনি পশ্চিমী পোশাকেই মাতিয়ে রাখেন নেট দুনিয়া। কিন্তু এবার হাজির একেবারে অন্য রূপে। শাড়ি ব্লাউজ পরে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়িয়ে ছবি পোস্ট করলেন কিং খানের মেয়ে সুহানা। সেই ছবি দেখে একেবারে তরুণ হৃদয় তোলপাড়।

সুহানার পরনে যে শাড়ি রয়েছে তা ডিজাইন করেছেন মনীশ মলহোত্রা। লাল রঙের শাড়ি ও হাতা কাটা ব্লাউজে সুহানার সেই সাজ ইতিমধ্যেই ভাইরাল নেটমাধ্যমে। মাঝে মাঝেই শাহরুখ কন্যার বলিউডে ডেবিউ নিয়ে গুঞ্জন শোনা গেলেও আপাতত পড়াশোনায় মনোনিবেশ করেছেন সুহানা। তার মাঝেই নিজের বিভিন্ন ধরণের বোল্ড লুকের ছবি পোস্ট করেন তিনি। এতেই বোঝা যায় যে মডেলিংকে তিনি কেরিয়ার হিসেবে বাছলেও খুব ভুল করবেন না।

পড়াশোনার সূত্রে অধিকাংশ সময় আমেরিকাতেই থাকেন সুহানা। সম্প্রতি মুম্বইতে ফিরেছিলেন তিনি আর তারপরেই এমন লুকে ছবি পোস্ট করলেন সুহানা। লাল জর্জেটের শাড়ির সঙ্গে তিনি কানের দুল ছাড়া আর কোনও ভারী গয়না পরেননি। আর শাড়ির সঙ্গে যে চিরাচরিত খোঁপার কথা আমরা ভাবি এক্ষেত্রে তিনি তা করেননি। বরঞ্চ একটি উঁচু করে পনিটেল করেছেন। নিজের বাবার মতোই এত কমবয়সেই সুহানা নিজের জন্যে বেশ বড় সংখ্যক ফলোয়ার বেস বানিয়ে নিয়েছেন। তাই অনুরাগীদের সংখ্যাও খুব একটা কম নয়।

 

View this post on Instagram

 

A post shared by Suhana Khan (@suhanakhan2)

You cannot copy content of this page