আবারও বিনোদন দুনিয়ায় নেমে এল গভীর শোকের ছায়া। সংগীতপ্রেমীদের (Music Lover) মনে দুঃখের সুর বাজছে। একটি সঙ্গীত অনুষ্ঠানের (Concert) মাঝেই অসুস্থ হয়ে পড়েন এক জনপ্রিয় সঙ্গীত শিল্পী (Singer) , দ্রুত তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হলো না। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া বিবৃতি অনুযায়ী, ৩০ মার্চ গভীর রাতে এক বিশেষজ্ঞ চিকিৎসক দল তাঁর প্রাণ ফেরানোর আপ্রাণ চেষ্টা করলেও সব চেষ্টাই ব্যর্থ হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১১২ ইমার্জেন্সি কল সেন্টারে ফোন আসার পর দ্রুত চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছায়। কনসার্ট চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তখনই ডাক্তাররা প্রায় ৪০ মিনিট ধরে সিপিআর দেন, এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১২টা ১৭ মিনিটে হাসপাতালে তাঁকে নিয়ে হাসপাতালে পৌঁছানো হয়।
পৌঁছানোর পর সেখানেও একদল বিশেষজ্ঞ চিকিৎসক উন্নত লাইফ সাপোর্টের মাধ্যমে তাঁকে ফেরানোর চেষ্টা করেন। হাসপাতালের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শিল্পীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। কার্ডিওলজি, অ্যানেস্থেসিয়া ও অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের চিকিৎসকরা সম্মিলিতভাবে তাঁর চিকিৎসা শুরু করেন।
কিন্তু ২৫ মিনিটের চেষ্টার পরও কোনও সাড়া মেলেনি। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে, যা শেষ পর্যন্ত এক অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সংগীত জগতে এই আকস্মিক খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে নেমে আসে গভীর শোকের ছায়া। সহকর্মী থেকে শুরু করে ভক্ত—সবাই স্তব্ধ হয়ে পড়েন।
আরও পড়ুনঃ দীর্ঘ বিরতির পর পর্দায় প্রত্যাবর্তন মহানায়িকার! তাও আবার নেগেটিভ চরিত্রে! সাবিত্রী চট্টোপাধ্যায়কে খল চরিত্রে মেনে নিতে পারছেন না দর্শকরা!
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করলেও শেষ পর্যন্ত তাঁকে আর ফিরে পাওয়া গেল না। প্রয়াত তুরস্কের জনপ্রিয় গায়ক ‘ভলকান কোনাক’ (Volkan Konak) । সংগীতের জগতে তাঁর অবদান অনস্বীকার্য। এই বিখ্যাত শিল্পীর আকস্মিক প্রয়াণ বিশ্ব সংগীতাঙ্গনের এক বড় ক্ষতি। তাঁর অনুরাগীরা মেনে নিতে পারছেন না এই শোকের খবর।