“উদিতজি, একটা চুমু হয়ে যাক…” পাপারাজ্জিরাও ঠাট্টায় একি কাণ্ড ঘটালেন উদিত!

সম্প্রতি এক গানের অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণের আচরণ ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণী অনুরাগীর ঠোঁটে চুম্বন করছেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। শুধু এটিই নয়, পরপর আরও কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, গানের মঞ্চে অনুরাগীদের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন উদিত। তার এই আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে একে অশালীন আচরণ বলে আখ্যা দিচ্ছেন, আবার কেউ কেউ দাবি করছেন, এটি ইচ্ছাকৃতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার একটি ষড়যন্ত্র।

এই বিতর্কের মাঝেই মুম্বইয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হন উদিত নারায়ণ। ‘দ্য রোশনস’ সিরিজের সাফল্য উদযাপনের এই অনুষ্ঠানে তাঁর প্রবেশমাত্রই আলোকচিত্রীরা মজার ছলে বলেন, “স্যর, এক কিস হো যায়ে!” অর্থাৎ, “উদিতজি, একটা চুমু হয়ে যাক!” গায়ক তাঁদের এই মন্তব্য শুনে কেবল হাসেন এবং চুপচাপ চলে যান। এই মুহূর্তের ভিডিওও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যা আরও বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অনেকেই মনে করছেন, বিতর্কের রেশ এতটাই তীব্র যে, পাপারাজ্জিরাও সেটি নিয়ে ঠাট্টা করতে শুরু করেছেন।

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন, “মজাটা তখনই থাকবে, যতক্ষণ না তিনি কোনো আলোকচিত্রীকে চুম্বন করেন!” অন্যদিকে, অনেকেই এই ঘটনাকে অশালীন বলে উল্লেখ করে প্রশ্ন তুলছেন, একজন জনপ্রিয় গায়ক কীভাবে অনুরাগীদের সঙ্গে এমন আচরণ করতে পারেন? কেউ আবার দাবি করছেন, উদিত নারায়ণের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে, তাঁকে হেয় প্রতিপন্ন করতে একটি পরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ ‘ফুলকি’ খ্যাত দিব্যানীর আকাশছোঁয়া জনপ্রিয়তা! প্রতি পর্বের জন্য কত টাকা পারিশ্রমিক পান অভিনেত্রী জানেন?

গায়ক নিজেও এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তাঁর মতে, এটি একটি সাজানো ঘটনা এবং কেউ ইচ্ছাকৃতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। যদিও তিনি এ নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছেন না। বরং তাঁর বক্তব্য, এইসব বিতর্কের কারণে উল্টো তাঁর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাচ্ছে। তিনি এও বলেন, সংগীতশিল্পী হিসেবে তাঁর একমাত্র লক্ষ্য দর্শকদের মনোরঞ্জন করা এবং সংগীতের মাধ্যমে সকলকে আনন্দ দেওয়া।

এই ঘটনাকে কেন্দ্র করে সঙ্গীত জগতে নানা আলোচনা চলছে। কেউ বলছেন, ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখা উচিত, বিশেষ করে যদি কেউ একজন জনপ্রিয় তারকা হন। অন্যদিকে, কিছু সমর্থক মনে করছেন, এটি শুধু মাত্র একটি অনিচ্ছাকৃত ঘটনা, যাকে বড় করে দেখানো হচ্ছে। যাই হোক, বিতর্ক যাই হোক না কেন, উদিত নারায়ণের গান ও তাঁর সংগীত জগতে অবদান নিয়ে এখনও আলোচনা অব্যাহত রয়েছে।