পরনে নেই কোন অ’ন্তর্বাস, নিজের ছবি দিয়ে যা পোশাক বানিয়ে পরলেন উরফি জাভেদ!ছাড়িয়ে গেল তার এতদিনের ফ্যাশন সেন্স

উরফি জাভেদ নাম সকলেরই চেনা। তিনি গত বছর যখন বিগ বস ওটিটিতে আসেন তখন থেকেই তিনি লোকের চোখে পড়তে শুরু করেন। সেখানে পরবর্তীকালে তিনি উদ্ভট মন্তব্য করেছিলেন। এখন উরফি মূলত শিরোনামে আসেন তার নিজের অদ্ভুত পোশাকের জন্য।

গতকাল যেমন মাথায় কানে সেফটিপিন পরে এসেছিলেন তিনি। পাপারাজ্জিদের হয়ে একটি বিল্ডিং এর সিকিউরিটি গার্ডদের সঙ্গে ঝগড়াও করেছিলেন তিনি। তবে আজ তাকে যে অবতারে দেখা গেল তা সোশ্যাল-মিডিয়ায়-মুহূর্তেই ভাইরাল।

তার অঙ্গে কিন্তু কোন কাপড়ের টুকরো নেই। নিজের বিভিন্ন ভঙ্গিমার ফটো তিনি প্রিন্ট করিয়েছেন এবং সেগুলো পিন দিয়ে আটকে তিনি গায় পড়েছেন। তার এই রূপ দেখে চমকে গেছে নেটবাসী।

আমরা উরফিকে প্রতিদিন নিত্য নতুন সাজে দেখে অভ্যস্ত। অনেকে তাকে বিভিন্ন বিদেশি গায়িকার পোশাকের সঙ্গে তুলনা করেন। আর তিনি যে পোশাকটি পরে ভিডিও দিয়েছেন সেটি সমস্ত মাত্রা ছাড়িয়ে গেছে।

নেটিজেনরাও উল্টোপাল্টা কমেন্ট করতে শুরু করেছেন। কেউ বলছেন যে জামা কাপড় পরার কি দরকার? অনেকে বলছেন যে অনেক হয়েছে মা তুই এবার থাম।

You cannot copy content of this page