“কমলিনীর ইচ্ছার বিরুদ্ধে ঠকিয়ে বিয়ে! তিন সন্তানের মায়ের জীবনে এমন অবমাননা কেন?” “এটা কি ভালোবাসা নাকি মানসিক নির্যাতন? নারী স্বাধীনতার নামে এমন গল্প প্রচার কেন?” চিরসখায় নতুনের কার্যকলাপ দেখে বিরক্ত নেটপাড়া!

বাংলা ধারাবাহিক মানেই এখন যেন একের পর এক টুইস্ট, আবেগ আর নাটকীয়তা। দর্শকের মনোরঞ্জনের জন্য প্রিয় তারকাদের জীবনে ঘটে চলা নিত্য নতুন ঘটনাই যেন প্রতিদিনের আকর্ষণ। প্রেম, প্রতারণা, সম্পর্কের টানাপোড়েন—এসব নিয়েই গড়ে উঠছে একের পর এক জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল। এর মধ্যেই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’ এখন তুমুল আলোচনার কেন্দ্রে।

স্টার জলসার এই ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের মন কেড়েছে অভিনব গল্পের জন্য। তবে বর্তমানে গল্পের মোড় ঘুরেছে এমন এক জায়গায়, যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গল্পের মূল চরিত্র কমলিনীর জীবনে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা—তার সম্মতি ছাড়াই তাকে বিয়ে করে নিয়েছে নায়ক! এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে ‘চিরসখা’–র ভক্তদের মধ্যে।

বর্তমান পর্বে দেখা যাচ্ছে, মধ্যবয়সী কমলিনী স্পষ্ট জানিয়েছিল যে সে আর বিয়ে করতে চায় না। তিনজন প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের মা হওয়ার পর জীবনের বাকি সময়টা নিজের মতো কাটাতে চেয়েছিল সে। কিন্তু তার অজান্তে, তার ইচ্ছার বিরুদ্ধে রীতিমতো ঠকিয়ে তাকে বিয়ে করে নেয় নতুন। দর্শকের মনে প্রশ্ন উঠছে—এ কেমন ভালোবাসা? সম্মতি ছাড়া এই ধরনের বিয়ে কি আদৌ গ্রহণযোগ্য?

এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, “ভালোবাসা মানেই কি জোর করে অধিকার করা?” আবার কেউ বলছেন, “কমলিনীর চরিত্রটিকে অসম্মানিত করা হয়েছে।” অনেকেই ধারাবাহিকের লেখকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে লিখছেন, “এটা কি ২০২৫ সালের গল্প, নাকি মধ্যযুগের কাহিনি?”

আরও পড়ুনঃ বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’, টিআরপি তালিকায় ফের জি বাংলার রাজত্ব! সেরা পাঁচে নজর কাড়ল ‘চিরসখা’! জিতু- দিতিপ্রিয়ার জায়গা কোথায়? এবার কত নম্বরে কে এগিয়ে?

সব মিলিয়ে, ‘চিরসখা’-র এই গল্প ঘিরে এখন চলছে প্রবল আলোচনা ও বিতর্ক। দর্শকরা অপেক্ষা করছেন—কমলিনী কি এই সম্পর্ক মেনে নেবে? নাকি নিজের স্বাধীনতার পক্ষে দাঁড়াবে? সেই উত্তরই জানাবে ধারাবাহিকের পরবর্তী পর্ব।