‘মেয়ে তো স্বামীর কাছেই ফিরতে চাইছে, ও যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে!’ বললেন দেবলীনার মা, এত কান্ডের পর কি ফের এক হবেন দেবলীনা-প্রবাহ?

হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী। রবিবার গভীর রাতে সমাজমাধ্যমে লাইভ করে নিজের দাম্পত্য জীবনের টানাপোড়েনের কথা প্রকাশ্যে আনেন তিনি। সেই লাইভের পরই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন দেবলীনা। পরিস্থিতি বুঝে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এখন তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকেরা।

দেবলীনার বর্তমান অবস্থা সম্পর্কে মুখ খুলেছেন গায়িকার মা। তিনি জানান, আগের তুলনায় মেয়ের শারীরিক অবস্থা কিছুটা ভালো। তবে মানসিকভাবে এখনও সে স্বামীর কথাই বারবার বলছে। দেবলীনা নাকি একটাই কথা বলছেন, তিনি তাঁর স্বামী প্রবাহ নন্দীর কাছেই ফিরে যেতে চান। এই মুহূর্তে তাঁর শ্বশুরবাড়ির তরফে কেউ যোগাযোগ করেননি বলেও জানিয়েছেন মা।

মেয়ের এই সিদ্ধান্ত নিয়ে বাবা মা কী ভাবছেন সেই প্রশ্নে দেবলীনার মায়ের বক্তব্য স্পষ্ট। তিনি বলেন, এটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়। আমরা কেউই ওর ওপর কোনও সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না। দেবলীনা যেটা চাইবে সেটাই করবে। এখন তো সে নিজেই স্বামীর কাছে ফিরে যেতে চাইছে। আমরা শুধু চাই ও সুস্থ হয়ে উঠুক এবং মানসিকভাবে স্থির থাকুক।

এই মুহূর্তে সারাক্ষণ মেয়ের পাশেই রয়েছেন দেবলীনারা মা। হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন গায়িকা তা এখনও নিশ্চিত নয়। চিকিৎসকেরা সম্ভবত আরও তিন চার দিন পর্যবেক্ষণে রাখবেন। দেবলীনা এখনও ঠিকভাবে খেতে পারছেন না। মাঝেমধ্যে গলাব্যথার কথাও বলছেন। কয়েকটা দিন গেলে পরিস্থিতি স্পষ্ট হবে বলে জানিয়েছেন তাঁর মা।

আরও পড়ুনঃ “বিয়ের সব গয়না বিক্রি করতে বাধ্য করা হয়েছিল”—পাইলট স্বামীর টাকার প্রয়োজন না থাকলেও কেন শ্বশুরবাড়ির চাপে সর্বস্ব খোয়াতে হয়েছে দেবলীনাকে? ইচ্ছাকৃত মানসিক অত্যা’চার ও মায়ের সঙ্গে সম্পর্ক ছি’ন্ন করার অভিযোগে ফের প্রশ্নের মুখে গায়িকার শ্বশুর বাড়ি?

উল্লেখযোগ্যভাবে ২০২৫ সালের শেষের দিকে দেবলীনাই স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন সমাজমাধ্যমে যা দেখা যায় সবটাই বাস্তব নয়। সাম্প্রতিক ঘটনার পর আবার সেই কথাই নতুন করে আলোচনায় এসেছে। তবে এই ঘটনার পর এখনও পর্যন্ত দেবলীনাদের স্বামী প্রবাহ নন্দী বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

You cannot copy content of this page