জি বাংলার অন্যতম জনপ্রিয় ননফিকশন রিয়েলিটি শো হলো দিদি নম্বর ওয়ান।রাজ্যের বিভিন্ন প্রান্তের দিদিরা এখানে এসে নিজেদের জীবনের গল্প বলে মজার মজার খেলা খেলে উপহার জিতে বাড়ি নিয়ে যান। রচনা ব্যানার্জীর সঞ্চালনায় এই শো আরও উপভোগ্য হয়ে উঠেছে দর্শকদের কাছে। আর এবার দিদি নম্বর ওয়ান এর ভক্তদের কাছে পৌঁছাল একটা বিশাল বড় সুখবর।
কালার্স এর তরফ থেকে আয়োজন করা হয়েছিল টেলি অ্যাওয়ার্ডসের। যেখানে বাংলা শো’গুলোকে অ্যাওয়ার্ড দেবে কালার্স বাংলা। এই আওয়ার্ডস এর নাম দেওয়া হয়েছে টেলি অ্যাওয়ার্ডস বাংলা। জাতীয় স্তরের এই অ্যাওয়ার্ড ফাংশানে বাংলা থেকে সেরা non-fiction শো’র তকমা পেল দিদি নং ওয়ান সিজন এইট। জী এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড এর তত্ত্বাবধানে হওয়া এই শো গোটা ভারতের বাংলা ভাষাভাষী মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে দীর্ঘ কয়েক বছর ধরে। এতদিন পর তারই স্বীকৃতি মিলল কালার্স এর তরফ থেকে।
জি বাংলার তরফ থেকে তাদের ফেসবুক পেজে এই বিষয়ে পোস্ট দেওয়া হয়েছে।দিদি নং ওয়ান এর ভক্তরা এই পোস্ট দেখে যারপরনাই খুশি হয়েছেন।এতদিন ধরে বিকাল বেলায় মানুষের মনোরঞ্জন বলতে দিদি নং ওয়ানকেই ধরা হতো। যেখানে রচনার তুখোড় সঞ্চালনা মানুষকে শুদ্ধ বিনোদন দিত। তাই স্বাভাবিকভাবেই দিদি নং ওয়ান একটা জাতীয় খেতাব জেতায় তার কদর আগের থেকে অনেকটাই বেড়ে গেল।