নতুন ধারাবাহিকের প্রস্তুতির মাঝেই জীবনের বিশেষ মুহূর্তের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন খুকুমণি খ্যাত অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। সম্প্রতি টেলিপাড়ায় জোর গুঞ্জন চলছে যে ডিসেম্বরেই আইনি বিয়ে সারতে চলেছেন তিনি। চার বছরের পরিচয় আর দীর্ঘ দিনের বন্ধুত্ব নাকি ধীরে ধীরে রূপ নিয়েছে প্রেমে। সেই সম্পর্ককেই এবার নাম দিতে চাইছেন অভিনেত্রী। তাঁর জীবনের এই নতুন সিদ্ধান্তকে ঘিরে আগ্রহ তুঙ্গে ভক্তদের মধ্যেও।
এসভিএফ এর নির্মাণে স্টার জলসায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক আমি শুধু চেয়েছি তোমায়। এই ধারাবাহিকের মাধ্যমেই কিছুদিন পর ছোটপর্দায় ফিরছেন দীপান্বিতা। তাঁর বিপরীতে দেখা মিলবে শুভ্রজিৎ সাহার। ইতিমধ্যেই ধারাবাহিকের চরিত্রদের লুক টেস্ট সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই শুরু হবে শুটিংয়ের ব্যস্ততা। তাই অভিনয়ের চাপ বাড়ার আগেই জীবনসঙ্গীর সঙ্গে আইনি ভাবে বন্ধনে বাঁধতে চান তিনি। মাত্র কয়েক জন ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই হবে এই আয়োজিত অনুষ্ঠান।
টেলিপাড়ায় কানাঘুষো অনুযায়ী পাত্র গৌরব দত্ত পেশায় একজন পশুচিকিৎসক এবং দীপান্বিতার মতো তিনিও বাঁকুড়ার বাসিন্দা। একই জেলার হওয়ায় প্রথমে সোশ্যাল মিডিয়ায় আলাপ হলেও তাঁদের কাছাকাছি আসার আসল সূত্র ছিল পশুপ্রেম। দীপান্বিতার বাড়িতে রয়েছে সারমেয় এবং বিড়াল সহ বেশ কয়েকটি পোষ্য। পোষ্যদের চিকিৎসার প্রয়োজনে নিয়মিত যোগাযোগ হতো গৌরবের সঙ্গে। ধীরে ধীরে সেই যোগাযোগই গড়ে তোলে বন্ধুত্বের মজবুত ভিত্তি।
সময়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয় এবং এক বছরের প্রেমপর্বের পর দুজনেই বুঝতে পারেন যে এই বন্ধনকে স্থায়ী করার সময় এসেছে। তাঁদের চার বছরের পরিচিতি আর এক বছরের প্রেম আজ পরিণতির পথে। দুজনের পরিবারও নাকি এই সিদ্ধান্তে বেশ খুশি। খুব সাধারণভাবে এবং ব্যক্তিগত পরিসরেই তাঁরা নাকি এই মুহূর্তকে উদযাপন করতে চান। তাই জমকালো আয়োজনের বদলে শান্ত স্নিগ্ধ পরিবেশেই হবে বিয়ের অনুষ্ঠান।
আরও পড়ুনঃ ‘ফোনের দিকেই চেয়ে থাকত যদি কেউ ফোন করে, কেউ খোঁজ নেয়নি…শেষেও পাশে কাউকে পেল না!’ দাদা কল্যাণ চট্টোপাধ্যায়ের মৃ’ত্যুর পর আক্ষেপ বোনের! বর্ষীয়ান অভিনেতার শেষকৃ’ত্যেও আসেননি কেউ! কেন আজ এমন উপেক্ষিত ইন্ডাস্ট্রিতে প্রবীণরা?
দীপান্বিতার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তাঁর মধুর ব্যক্তিত্ব এবং সদ্য শুরু হতে চলা নতুন ধারাবাহিক মিলিয়ে বর্তমানে তিনি টেলিপাড়ার অন্যতম আলোচ্য মুখ। নতুন কাজ এবং নতুন সম্পর্ক দুইয়েরই শুরু একসঙ্গে হওয়ায় ভক্তরা ইতিমধ্যেই উচ্ছ্বসিত। এখন দেখার, ঠিক কবে আনুষ্ঠানিক ঘোষণা আসে অভিনেত্রীর পক্ষ থেকে।






