ছোট পর্দার দর্শকদের কাছে ‘দীপান্বিতা রক্ষিত’ (Dipanwita Rakshit) এখন বেশ পরিচিত। আবার অনেকের পছন্দের অভিনেত্রী তালিকায় অন্যতম মুখ হলেও, তাঁর পথচলা শুরু হয়েছিল একেবারেই অন্য জায়গা থেকে। স্টার জলসার ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে নায়িকার বোনের চরিত্রে, তাও আবার নেতিবাচক! সেই চরিত্র থেকেই যে তিনি নায়িকা হিসেবে এভাবে জায়গা করে নেবেন, তা অনেকেই ভাবেননি। মাঝেমধ্যে তাঁকে অন্যান্য চ্যানেলের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল।
প্রথমে স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’ আর পরে ‘তুঁতে’তে তাঁকে নতুন ভাবে আবিষ্কার করেছিলেন অনেকেই। তাই বেশ কিছুদিন পর্দা থেকে দূরে থাকতেই বারবার প্রশ্ন উঠছিল, কবে ফিরছেন দীপান্বিতা? এই অপেক্ষার জবাব যেন অবশেষে মিলল। স্টার জলসার নতুন ধারাবাহিকেই নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে আর তাতে দর্শকদের কৌতূহলও চরমে পৌঁছেছে। দীর্ঘ বিরতির পর এবার তাঁকে নিয়ে দর্শকের উৎসাহ যেন আগের চেয়েও বেশি।
প্রসঙ্গত, নতুন ধারাবাহিকটি তৈরি করছে এসভিএফ প্রোডাকশন। ফলে শুরু থেকেই ধারাবাহিকটি ঘিরে আলাদা আগ্রহ তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, নায়কের ভূমিকায় কাকে নেওয়া হবে তা এখনও চূড়ান্ত নয়। তবে, অভিনেতা শুভ্রজিৎ সাহা (Subhrojit Saha) নাকি সবচেয়ে এগিয়ে। অতীতে ‘করুণাময়ী রানী রাসমণি’তে তাঁর কাজ নজর কেড়েছিল, তাই তাঁকে দীপান্বিতার বিপরীতে ভাবা বেশ গ্রহণযোগ্য বলেই মনে করছেন অনেকে।
যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি। উল্লেখ্য, টেলিপাড়ায় এমনও দেখা গেছে যে প্রোমো শুটিংয়ের পরও বদল হয়ে গেছে মুখ! তাই এই মুহূর্তে সঠিক নায়ক কে হচ্ছেন, সেটা সময় ছাড়া কেউ বলতে পারবে না। তবে, এই নতুন ধারাবাহিকের জন্য আদৃত রায়, রণজয় বিষ্ণু এবং শুভ্রজিতের লুক সেট করা হয়েছে বলে জানা গেছে। কার সঙ্গে জুটি বাঁধলে পর্দায় রসায়ন জমবে, সেটাই এখন আলোচনার মূল বিষয়। সান বাংলায় ‘মঙ্গলময়ী মা শীতলা’তে দীপান্বিতাকে শেষবার দেখার পর বেশ কয়েক মাস কেটে গেছে।
আরও পড়ুনঃ “১০ মাস গর্ভে ধারণ করছি…” গর্ভবতী শ্বেতা? দাম্পত্যের দশ মাসে নতুন অধ্যায়ের ইঙ্গিত টেলিপড়ার সেরা জুটি শ্বেতা-রুবেলের! তবে কি খুব তাড়াতাড়ি সংসারে আসছে নতুন অতিথি?
ধারাবাহিকটি বেশি দিন না চলায় ভক্তদের খেদ ছিলই। এবার তাই তাঁর নতুন চরিত্রে ফেরাটা নিয়ে ভাবনা-চিন্তা ও উচ্ছ্বাস দুটোই রয়েছে দর্শকের মনে। দর্শকেরাও তাই উৎসুক, দীপান্বিতার কমব্যাক কেমন হবে আর তাঁর সঙ্গে কোন নায়ককে দেখতে পাবেন তাঁরা? দীর্ঘ প্রতীক্ষার পর ছোটপর্দায় ফেরার মুহূর্তটা যেমন তাঁর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই নায়ক-নায়িকার নতুন জুটি নিয়েও দর্শকদের কৌতূহল এখন চরমে। সেই প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটতে চলেছে খুব শিগগিরই, বাকিটা প্রোমো প্রকাশ্যে আসলেই বোঝা যাবে।






