ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে উধাও দিতিপ্রিয়া! ‘চিরদিনই তুমি যে আমার’ ছেড়ে হঠাৎ কেন নিজেকে আড়ালে গুটিয়ে ফেললেন অভিনেত্রী?

ইনস্টাগ্রামে শেষ পোস্টটির পর কেটে গিয়েছে ছয় সপ্তাহ। ফেসবুকেও একই নীরবতা। জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার ছেড়ে দেওয়ার পর কার্যত আড়ালেই আছেন দিতিপ্রিয়া রায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুপস্থিতি ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা। তবে নায়িকা জানিয়ে দিয়েছেন, এই বিরতি তাঁর নিজের জন্যই প্রয়োজন ছিল।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দিতিপ্রিয়া খোলাখুলি বলেছেন, আগামী এক মাস কোনও কাজ, কোনও সামাজিক মাধ্যম নয়, তিনি শুধু নিজের সঙ্গেই সময় কাটাতে চান। দীর্ঘদিন ধরেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তাই ব্যস্ততা আর বিতর্ক থেকে দূরে থাকতে চাইছেন। চারদিকে যা ‘জলঘোলা’ হয়েছে, সেখান থেকে নিজেকে আড়াল করাই আপাতত তাঁর কাছে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।

গত এক মাসে ধারাবাহিকটি নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল ঝড় উঠেছে। দিতিপ্রিয়ার নো-টাচ নীতি থেকে শুরু করে জীতুর অভিমান, নায়িকার সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত, রণজয়ের লুক টেস্ট—প্রায় প্রতিটি বিষয়ই তীব্র আলোচনার জন্ম দিয়েছে। দর্শক, ভক্ত আর নেটিজেনদের নানা মন্তব্যে শোরগোল থামছিল না। সেই উত্তাপ সামলাতেই দিতিপ্রিয়া বেছে নিয়েছেন নীরবতা।

অবশেষে দিন কয়েক আগে এনওসি জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে ধারাবাহিক থেকে বেরিয়ে এসেছেন তিনি। তাঁর জায়গায় এখন নতুন মুখ শিরিন পাল। শোতে শিরিন আর জীতুর নতুন জুটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া এখনও মিশ্র। কেউ নতুনত্ব পেয়ে খুশি, আবার অনেকে দিতিপ্রিয়ার উপস্থিতিকেই বেশি মানিয়ে গেছে বলে মনে করছেন।

আরও পড়ুনঃ শুটিং সেটে আগু’নে দ’গ্ধ দু’পার বাংলার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ! এখন কেমন আছেন নায়ক?

সবচেয়ে বড় কথা, এই সমস্ত মতামত আর আলোচনার বাইরে এখন দিতিপ্রিয়া একেবারেই নিজের মতো। আলোচনার কেন্দ্রে নয়, বরং নিভৃতেই কাটছে তাঁর সময়। হিলিং, বিশ্রাম আর নিজের সঙ্গে পুনরায় সংযোগ—এটাই তাঁর বর্তমান অগ্রাধিকার। এবং তাতেই যেন খুঁজে পেয়েছেন বহুদিনের প্রয়োজনীয় শান্তি।