স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রোশনাই’ (Roshnai) দিনে দিনে যেন আরও জমজমাট হয়ে উঠছে! গল্পের মধ্যে প্রেম, পারিবারিক কটুক্তি, অবিশ্বাস আর দামি উপহারের লড়াই যে এত জমবে, তা কে জানত! রোশনাই আর আরণ্যকের সম্পর্কের টানাপোড়েন তো আছেই, কিন্তু এবার গল্পে ঢুকে পড়েছে ‘উপহারের বাক্স’-এর রহস্য! একদিকে মিনির বিয়ে, অন্যদিকে দামি হার আর ব্রেসলেটের বাক্স কনফিউশন—সব মিলিয়ে যেন পুরো ধারাবাহিক এক রহস্য রোমাঞ্চ সিরিজে পরিণত হয়েছে!
মিনির বিয়েতে সবাই খুশি, কিন্তু রোশনাইয়ের কপালে দুঃখের ছায়া যেন না গেলে তার ভালোই লাগে না! মিষ্টুর ধারালো কটাক্ষে রোশনাই বুঝে গেল, এখানে বিয়ে নয়, আসল ইভেন্ট হচ্ছে তাকে অপমান করা! কিন্তু এসব তো নিত্যদিনের ব্যাপার, রোশনাইও পাল্টা জবাব দিতে ছাড়ে না। তাই বড়মার সামনেই দামী উপহার দিয়ে একটা বড়সড় ধাক্কা দিল! বড়মাও কম যান না, সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, উপহারেরও লেভেল থাকে, যা রোশনাই ঠিক বোঝেনি! বড়মার এই কৌশলী জবাবের পর দর্শকরা অপেক্ষায়, এবার কি তবে রোশনাই উপহারের তালিকায় বাড়ি-গাড়ি পর্যন্ত পৌঁছে যাবে?
এদিকে, আরণ্যক প্রেমিক নাকি দার্শনিক, সেটা এখনো দর্শকদের কাছে ধোঁয়াশা! সে মিনির জন্য ব্রেসলেট কিনেছে, কিন্তু সেই বাক্সের ডিজাইন যেন “কপিপেস্ট” হয়ে গিয়েছে রোশনাইয়ের উপহারের বাক্সের সঙ্গে! আহারে, বাংলা সিরিয়ালের গল্প এখন এতটাই ইউনিক যে একটাই জিনিস দু’জনে কিনে ফেলে! গরিমার তো সন্দেহ হওয়াই স্বাভাবিক! কিন্তু আরণ্যক এমন এক বুদ্ধিমান মানুষ যে বাক্সের মিলকে কাকতালীয় বলে পাশ কাটানোর চেষ্টা করল। গরিমার কপালে তখনও ভাঁজ, কিন্তু দর্শকদের জন্য এ এক দারুণ বিনোদন!
আরও পড়ুনঃ “গৃহপ্রবেশ”-এ নায়ক বদল! আদৃত চরিত্রে আর দেখা যাবে না সুস্মিতকে, আসছেন অন্য জনপ্রিয় নায়ক!
এতসব ট্র্যাজেডির মাঝেও বিয়ে তো আর থেমে থাকবে না! সবাই নাচ-গান নিয়ে ব্যস্ত, আর এই সুযোগে মিনি রোশনাইকে জোর করে নাচতে নামিয়ে দিল! আহা, ধারাবাহিকের নিয়মই তো এমন—নায়িকাকে কেউ খুশি থাকতে দিল না, এবার তাকে স্টেজে নামিয়ে একটা দৃশ্য তৈরি করা হলো! নাচতে নাচতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল রোশনাই, আর সবাই ছোটাছুটি শুরু করল। কিন্তু আসল মজা হলো, আরণ্যক এই পুরো ঘটনাকে একটা ভালো ওয়েব সিরিজের মতো দূর থেকে উপভোগ করল! প্রেমিক কি না, মানুষটি স্পষ্টতই ‘ওটিটি প্ল্যাটফর্ম’ মোডে আছে!
সব মিলিয়ে, “রোশনাই” ধারাবাহিক এখন উপহারের বাক্স, অবিশ্বাস, আর ফ্রি ফ্রি মাথা ঘোরা নিয়ে জমে উঠেছে! গল্পের নায়ক-নায়িকার প্রেম তো অনেক দূর, আপাতত উপহারের বাক্সের রঙ, ডিজাইন আর প্যাকেজিং নিয়েই সাসপেন্স চলছে! শেষমেশ গরিমার সন্দেহ ঠিক কি না, রোশনাইয়ের জ্ঞান ফিরলেই আসল নাটকের নতুন পর্ব শুরু হবে! আরণ্যক ততক্ষণ পর্যন্ত দূরে দাঁড়িয়েই দেখুক, দর্শকরা কিন্তু এখনই ট্রল মুডে রেডি!