ছেলে টলিউডের সুপারস্টার এদিকে বাবা এখনও বাস ড্রাইভার! যশের বাবাকে চেনেন?

কেজিএফ সিনেমার মাধ্যমে সারাদেশে যথেষ্ট সুনাম অর্জন করেছেন অভিনেতা যশ। গোটা বিশ্ব জুড়ে ব্যবসা নিরিখে এক হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে চ্যাপ্টার ২। বলিউডেও একইভাবে সমাদৃত তিনি।

কিন্তু অনেকেই জানেন না অনেক স্ট্রাগল করার পরে এই জায়গায় পৌঁছেছেন অভিনেতা।ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না নায়কের। বাস চালান তাঁর বাবা নবীন কুমার গৌরা।

কিন্তু সুপারস্টার হওয়ার ইচ্ছে তাঁকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। ইরাবতী সাধারণ জীবন যাপন করতেন। তবে আজও তার অন্যথা হয়নি। এখন অভিনেতার জীবনযাপনে অনেক পরিবর্তন এসেছে কিন্তু তাঁর বাবা একই রকম রয়ে গিয়েছেন। এখনও বাস চালান তাঁর বাবা।

bus driver
বাবার অনিচ্ছা সত্ত্বেও মাঝপথে পড়াশোনা ছেড়ে অভিনয় জগতে চলে এসেছিলেন যশ। এস এস রাজামৌলি জানিয়েছেন তিনি শুনে অবাক হয়ে গেছিলাম যে যশ একজন বাস চালকের ছেলে। বাবা এখনো বাস চালান। রাজমৌলির মতে যশের বাবা তাঁর থেকেও বড় তারকা।

You cannot copy content of this page