জানাই গেল না! চুপিচুপি বিয়ের সারলেন ইচ্ছে পুতুলের জিষ্ণু অর্থাৎ অভিনেতা শমীক চক্রবর্তী

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’-এর সুবাদে দর্শকমহলে বিশেষ পরিচিতি লাভ করেছিলেন অভিনেতা শমীক চক্রবর্তী। এই ধারাবাহিকে জিষ্ণু চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হন তিনি। যদিও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন শমীক, তবে জি বাংলার এই মেগাই তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। সম্প্রতি শমীকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে তার ভক্তরা রীতিমতো চমকে উঠেছেন।

ভাইরাল হওয়া ছবিতে শমীককে দেখা যাচ্ছে পাঞ্জাবি এবং মালায় বর সাজে। তার পাশে রয়েছেন নববধূর সাজে এক নারী। এই ছবিটি দেখেই দর্শকদের মনে প্রশ্ন উঠেছে, তবে কি চুপিসারে বিয়ে সেরে ফেললেন শমীক? এমনকি ছবির প্রেক্ষিতে নানা ধরনের গুঞ্জন শুরু হয়েছে। তবে এই কৌতূহলের সত্যতা ভিন্ন। এটি আদতে তার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নয় বরং তার অভিনীত ধারাবাহিকের একটি দৃশ্য।

Bengali serial

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শুভ বিবাহ’-এ অভিনয় করছেন শমীক চক্রবর্তী। এই ধারাবাহিকে তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী নন্দিনী মুখার্জি। গল্পের সূত্রেই এখানে শমীক এবং নন্দিনীর বিয়ের দৃশ্য দেখানো হয়েছে। ভাইরাল হওয়া ছবিটি এই ধারাবাহিকের শুটিং সেটেরই একটি মুহূর্ত, যা চরিত্রের প্রয়োজনেই তোলা।

শমীকের এই নতুন চরিত্রেও তার অভিনয় দারুণ প্রশংসিত হচ্ছে। ধারাবাহিকে তার চরিত্রের ধরণ এবং নন্দিনীর সঙ্গে তার রসায়ন দর্শকদের মন কাড়ছে। ধারাবাহিকের গল্পে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগোচ্ছে তাদের সম্পর্ক, যা দর্শকদের উত্তেজনা বাড়িয়ে তুলেছে। তার ‘ইচ্ছে পুতুল’-এর মতো ‘শুভ বিবাহ’-এর জিষ্ণু চরিত্রও অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

যদিও ব্যক্তিগত জীবনে এখনো সিঙ্গেল রয়েছেন শমীক চক্রবর্তী। নিজের কাজ এবং অভিনয়ের প্রতি নিবেদিত এই অভিনেতা বারবার বলেছেন, তার কাছে আপাতত কেরিয়ারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুটিং সেটে তার ভাইরাল হওয়া এই ছবিটি নিয়ে তৈরি হওয়া গুঞ্জন যদিও মজার ছলেই দেখছেন তিনি। শমীক জানিয়েছেন, তার ভক্তদের এমন কৌতূহলই তাকে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে।

আরও পড়ুনঃ আঁখির পরিচয় বুঝতে পারল দেবা? এবার কি তবে দেবার সামনে সত্যি উন্মোচন হবে আঁখি-ঝিলিকের?