ধুতি পাঞ্জাবিতে কাঞ্চন, লাল শাড়িতে শ্রীময়ী! বিয়ে করে নিলেন এই যুগল?

নিজের জন্মদিনে সবথেকে বড় চমক আনলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। সাদা পাঞ্জাবি মেরুন পার ধুতিতে সেজেছেন নায়ক। আর লাল টুকটুক শাড়িতে সেজেছেন শ্রীময়ী চট্টরাজ। দুজনের মুখে হাসি। এই দেখে এই দর্শকদের মনে প্রশ্ন তাহলে কি বিয়েটা সেরেই ফেললেন দুজনে?

কাঞ্চনের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। এদিকে অভিনেত্রী শ্রীময়ী এক সংবাদমাধ্যমকে উত্তর দিতে গিয়ে হেসে ফেললেন। জানিয়েছেন এবার তাহলে সবাই সন্তানের খবর নেবে।

তারপরই দাবি করলেন বহু বছর আগে পুজোর এক ছবি এটা। জন্মদিনে সবাই জমকালো ছবি দেন। তাই তিনিও এমন রঙিন ছবি দিয়েছেন।

অভিনেত্রী বলেছেন ডিভোর্স না হলে তো বিয়ে হওয়া সম্ভব নয়। কিন্তু তার আগেই সবাই তাঁদের বিয়ে দিয়ে দিচ্ছেন। তাই এখন আর তিনি অবাক হন না কিন্তু খারাপ লাগে। শুধু কি ছবির মাধ্যমেই শুভেচ্ছা জানালেন নায়িকা? শ্রীময়ী জানালেন প্রতিবছর কেক পাঠান কাঞ্চনকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি।

সেই সঙ্গে রয়েছে অফুরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা বার্তা। এদিকে ব্যর্থ ডে বয় কাঞ্চন এখন বর্ধমানে। এক সিরিজের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এরপর কলকাতা ফিরবেন। তারপর জমিয়ে ভুরিভোজ হবে।

You cannot copy content of this page