এবার রাহুলের মুখে চুনকালি লেপে দিলো খড়ি! দাদার এক্সহিবিশন নষ্ট করার চরম শাস্তি দিল বৌদি, গাঁটছড়া এখন জমজমাট

স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হয়ে উঠেছে গাঁটছড়া। শুরু হয়েছে মাত্র দু তিন মাস হল কিন্তু এরপরে টানা 9-10 সপ্তাহ মিঠাই কে সরিয়ে টপারশিপ ধরে রেখেছিল এই সিরিয়াল কিন্তু পরবর্তীকালে এখন ধূলোকণার কাছে তাকে হারতে হয়েছে। যদিও বর্তমানে গাঁটছড়াতে যা যা দেখানো হচ্ছে হয়তো টপার শিপ আবার ফিরে পেলেও পেতে পারে।

বর্তমানে আমরা দেখেছি যে রাহুল কীভাবে শয়তানি করছে তার দাদার সঙ্গে। প্রথমে আদি কালীবাড়িতে সে খড়ির দোকান টা ভাঙ্গে আর দোষ পরে ঋদ্ধির ঘাড়ে। এরপর ঋদ্ধিমান এর জুয়েলারি এক্সহিবিশনে সে আগুন লাগিয়ে দেয় আর অসহায়ের মত সবকিছু ভেঙে পড়তে দেখে ঋদ্ধি। দৌড়ে সে খড়ির কাছে ছুটে আসে এবং খড়ির সাহায্য চায়।

যদিও সিংহ রায় পরিবারের সকলে তাকে বোঝানোর চেষ্টা করেছে এই আগুন খড়ি লাগিয়েছে কিন্তু ঋদ্ধি এই কথা কিছুতেই বিশ্বাস করতে রাজি নয় তার কারণ সে বলেছে যে খড়ির কাছে ব্যবসা হল মন্দির তাই অন্য কারোর ব্যবসার ক্ষতি খড়ি করবে না।

এরপরে খড়ির সাহায্য নিয়ে এক্সহিবিশন দাঁড় করিয়ে দেয় ঋদ্ধি।যেটা দেখতে পেয়ে তেলে-বেগুনে জ্বলে যায় রাহুল এবং চুনকালি নিয়ে এসে এক্সহিবিশন নষ্ট করতে যায় আর তার প্ল্যানের কথা শুনতে পেয়ে যায় খড়ি। ঘড়ি তাকে হাতেনাতে ধরে চুনকালির বালতি নিয়ে আর সামনে খড়িকে দেখে চমকে যায় রাহুল।

আজকের এপিসোডে এটাই দেখানো হবে।এবার খড়ি সে চুনকানির বালতি রাহুলের মাথায় ঢালে কিনা সেটাই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। তাহলে চাইছেন যে এবার রাহুল এর বাড়াবাড়িটা বন্ধ হোক।

You cannot copy content of this page