সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন অগণিত দর্শক। ৮৭ বছর বয়সেও তাঁর অভিনয়ের প্রতি নিষ্ঠা প্রশংসনীয়। বহু উত্থান-পতনের সাক্ষী হয়ে, আজও তিনি সমানভাবে সক্রিয়। এবার আরও একবার ছোটপর্দায় দেখা যাবে এই কিংবদন্তি অভিনেত্রীকে।
নতুন সিরিয়ালে ফিরছেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়!
লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিকে অভিনয় করবেন সাবিত্রী চট্টোপাধ্যায়। চলতি মাসের ২০-২১ তারিখেই শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। যদিও ধারাবাহিকের নাম এখনও চূড়ান্ত হয়নি। এর আগে ‘বালিঝড়’ ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। দর্শকদের মনে সেই চরিত্র এখনও গভীর দাগ রেখে গেছে।
সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবন শুরু হয় ১৯৩৭ সালের ২১ ফেব্রুয়ারি, কুমিল্লার এক সম্ভ্রান্ত পরিবারে। দেশভাগের পর বাবা-মা এবং ১০ বোনের সঙ্গে কলকাতায় আসেন তিনি। ছোটবেলায় কলকাতায় আসার স্বপ্ন দেখলেও, এই শহর যে তাঁর জীবন বদলে দেবে, তা কখনোই ভাবেননি। এখান থেকেই শুরু হয় তাঁর অভিনয় জগতের পথচলা।
অভিনয় জীবনের শুরু হয় ‘পাশের বাড়ি’ সিনেমার মাধ্যমে। প্রথম কাজের জন্য পারিশ্রমিক পান মাত্র ২০০ টাকা। এরপর একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। ষাট বছরের দীর্ঘ কেরিয়ারে সাবিত্রী চট্টোপাধ্যায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলা চলচ্চিত্রের এক স্তম্ভ হিসেবে।
আরও পড়ুনঃ জিনিয়ার সঙ্গে সম্পর্কের আরও অবনতি শুভর! হাতে মেহেন্দি পড়ানোয় শুভকে অপমান করল জিনিয়া, মেনে নেবে আদৃত?
তবে ইদানিং শারীরিক অসুস্থতার কারণে কিছুটা বিপর্যস্ত তিনি। সর্দি-কাশি, জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে বর্ষীয়ান এই অভিনেত্রীকে। শরীর সেভাবে সাড়া না দিলেও অভিনয়ের প্রতি তাঁর অটুট ভালবাসা ও উৎসাহ এক অনুপ্রেরণা। এবার নতুন ধারাবাহিকেও তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করবে বলে প্রত্যাশা।