পরম সুন্দরী গানের জন্য পরমের জীবন তছনছ হয় গেছে! অভিযোগ জানালেন কৃতীকে
লক্ষ্মণ উতেকর পরিচালিত সিনেমা মিমি যেমন জনপ্রিয় হয়েছিল তার থেকেও বেশি জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায় পরম সুন্দরী গান। কৃতী শ্যাননের এই আইটেম গানে কোমর দুলিয়েছে ৮ থেকে ৮০ সকলেই। পাড়ার প্যান্ডেল থেকে বিয়ে বাড়ি সর্বত্র এই আইটেম গানে সকলেই মজেছেন।
তবে সকলের অজান্তে এই গান যে খোদ পরমের ক্ষতি করে দিয়েছে একথা কেউ জানতেই পারলো না। কিছুটা বাধ্য হয়েই কৃতিকে ট্যুইট করে নিজের কষ্টের কথা জানিয়েছেন তিনি।তাঁর নাম পরম ছায়া! নিজের নাম নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। কিন্তু সমস্যা অন্য জায়গায়। কৃতীর ‘পরম সুন্দরী’ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছতেই তাঁর নাম গানের প্রতি লাইনজুরে উচ্চারিত হয়েছে! ব্যস, এ বার সবাই এমন পিছনে লেগেছেন যে ,পরমের ‘ছেড়ে দে মা’ অবস্থা। তাঁর অভিযোগ,অভিনেত্রী কৃতীই যেন গানের মধ্যে দিয়ে সবাইকে জানিয়ে তাঁর সঙ্গে রসিকতায় মেতেছেন। সকলেই তাকে নিয়ে ভীষণ মজা করছেন। তাই বাধ্য হয়ে কৃতীকে টুইট করে পরমের প্রশ্ন, ‘কেন এমন করলেন? একটা গান দিয়ে আমার জীবন তছনছ করে দিলেন!’
As a kid nothing ever bothered me in school. I wasn’t angry on anyone who teased my last name or my name itself.
Since the time Kriti Sanon’s Param Sundri dropped, I have been bullied by the song atleast 1000 times already.
Why did you do this @kritisanon
Why ruin my life 😂😂— ParamChhaya (@maijadoohoon) November 25, 2021
তবে রিল লাইফের পরম সুন্দরী তাকে হতাশ করেননি।প্রথমে হাসির চিহ্ন এঁকে দিয়েছেন অনেকগুলি। তার পর মিষ্টি করে ক্ষমা চেয়েছেন, ‘ও হো হো! দুঃখিত…।’ কথা ফুরতেই কান ধরে ক্ষমা চাওয়ার চিহ্ন! কৃতির এই উত্তরের পর পরমের রাগ গলে জল হবে এটাই স্বাভাবিক।উত্তরে টুইটে লিখেছেন, ‘আমার জ্বালা-যন্ত্রণা কিছুটা হলেও যেন কমল। আপনার ক্ষমা চাওয়ার এই ভঙ্গি দারুণ লেগেছে।’