এবার ‘ধূলোকণা’ ধারাবাহিকে লালন-ফুলঝুরির সঙ্গেই দেখা যাবে বাংলার সেরা গায়ক কুমার শানুকে! অভিনয় করছেন নাকি?

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ধূলোকণা। এ ধারাবাহিকে এবার এক বিশাল চমক আসতে চলেছে। আসবেন বিখ্যাত গায়ক কুমার শানু। কিন্তু গায়ক না নায়ক কোন রূপে দেখা যাবে তাকে?

আসলে জানা গিয়েছে ধারাবাহিকের মুখ্য চরিত্র ফুলঝুড়ি একটি রিয়্যালিটি শো-এর প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এবার সেই প্রতিযোগিতায় বিচারক হিসেবে আসবেন কুমার শানু। বোঝাই যাচ্ছে এই পর্বে ধারাবাহিকের টিআরপি ঠিক কোথায় পৌঁছাতে পারে। এই মুহূর্তে স্টার জলসার একটি জনপ্রিয় রিয়েলিটি শো সুপার সিঙ্গার থ্রিতে দেখা যাচ্ছে কুমার শানুকে। সেখানে তিনি রয়েছেন বিচারকের আসনে। মানালি দে ও ইন্দ্রাশিস রায়ের লালন ও ফুলঝুড়ির জুটি দারুণ মানিয়েছে। আর দর্শক মহলও বেশ প্রশংসা করেছে এই জুটির।

কিছুদিন আগে শোনা গিয়েছিল গায়ক, নায়ক এবং রাজনীতিক বাবুল সুপ্রিয়কে একটি সিরিয়ালে দেখা যাবে। এই সিরিয়ালের পরিচালনায় রয়েছেন রাজ চক্রবর্তী। তবে পরে জানা যায় বাবুল সুপ্রিয় নিজেই সরে এসেছেন ধারাবাহিক থেকে। এবার আরেক ধারাবাহিকে জনপ্রিয় গায়ক কুমার শানুকে দেখা যাবে, এই খবরে বেশ খুশি অনুরাগীরা।

You cannot copy content of this page