“আমি অন্তঃসত্ত্বা হয়েও ঠিক করে খেতে পাইনি, ওরা রান্নাঘরে তালা দিয়ে রাখত!” “তৃতীয় সন্তান আমার গর্ভে, শানুর তখন বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পারি!”— কুমার শানুর স্ত্রী রীতার বিস্ফো’রক অভিযোগ, স্ত্রী-সন্তানের সঙ্গে কেমন ব্যবহার করতেন তিনি?

সম্পর্ক টিকিয়ে রাখা যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটাই কঠিন। বিশ্বাস, সম্মান আর একে অপরের প্রতি দায়বদ্ধতা যদি ভেঙে যায়, তবে দীর্ঘদিনের সম্পর্কও মুহূর্তে ভেঙে পড়তে পারে। কারোর জীবনে সেটা আসে মতের অমিলের কারণে, আবার কারও জীবনে আসে অবিশ্বাস বা অবহেলার জন্য। সমাজের নানা স্তরে এমন ঘটনা সাধারণ হলেও, যখন পরিচিত কোনও তারকার ব্যক্তিগত জীবনে ফাটল দেখা দেয়, তখন তা নিয়ে মানুষের আগ্রহ স্বাভাবিক ভাবেই বেড়ে যায়। সংসারের অন্দরমহলের এই টানাপোড়েন প্রায়শই আলোচনার কেন্দ্রে চলে আসে, আর সেখান থেকেই শুরু হয় বিতর্ক।

প্রসঙ্গত, কিছুদিন আগেই অভিনেত্রী ‘কুনিকা সদানন্দ’ প্রকাশ্যে এনেছিলেন তাঁর সঙ্গে ‘কুমার শানু’র অতীত সম্পর্কের কথা। এই স্বীকারোক্তি ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠলেও, এবার মুখ খুললেন শানুর স্ত্রী ‘রীতা ভট্টাচার্য’। উল্লেখ্য, ১৯৮৪ সালে তাঁদের বিয়ে হয়েছিল এবং সংসারে আসে তিন সন্তান। তাঁদের তৃতীয় সন্তান জান কুমার শানুও একাধিকবার প্রকাশ্যে বাবার সঙ্গে দূরত্বের প্রসঙ্গ তুলেছেন। বিশেষ করে ‘বিগ বস্‌’ মঞ্চে বেশি আলোচিত হয়েছিল। ১৯৯৪ সালে রীতা ও শানুর সম্পর্কের ইতি টানা হয়।

তবে দীর্ঘদিনের নীরবতার পরে, এবার গোপন সেই অধ্যায় তিনি ফাঁস করলেন। তাঁর দাবি, সংসার জীবনে তিনি বারবার অবহেলার শিকার হয়েছেন। বিশেষত মা হওয়ার সময়েই জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। রীতা জানান, তৃতীয় সন্তানের (জান) সময় তিনি একেবারেই একা পড়ে যান। শারীরিক যত্ন তো দূরের কথা, চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা এবং ন্যূনতম স্বাধীনতাও তাঁর ছিল না। সৌন্দর্যচর্চা থেকে শুরু করে বাইরে যাওয়া, সবকিছুর উপরেই ছিল কড়া নিষেধাজ্ঞা। রান্নাঘর পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হতো না তাঁকে।

তিনি নিজেই জানিয়েছেন, তখন প্রায়শই অন্যের রান্নাঘরে গিয়ে অল্প কিছু খাবার রান্না করে খেতে হত। এমনকি গর্ভাবস্থার সময় শিশুর খাবার কিনতেও সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। তিনি অভিযোগ করেন, সেই সময়ে তাঁর পাশে একমাত্র ছিলেন জা। পরিবার থেকেও পর্যাপ্ত সমর্থন পাননি। নিজের শরীরের প্রয়োজনীয় খাবার থেকে বঞ্চিত হওয়ার ফলে প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। অথচ ওই সময়েই শানুর জীবনে এসেছিল অসামান্য সাফল্য। ‘আশিকি’ ছবির পর থেকে তাঁর কেরিয়ারে জোয়ার আসে, আর সেই সঙ্গে বদলে যায় আচরণও।

আরও পড়ুনঃ তারকাখচিত রাত, রাজকীয় আয়োজন, দুই দশকের উদযাপনে দেবের পাশে কোয়েল-শ্রাবন্তী-সায়ন্তিকা সহ প্রায় সব নায়িকা! যার জন্য মেগাস্টার হল দেব সেই শুভশ্রীই অনুপস্থিত! ক্ষোভ ভক্তদের মধ্যে!

গায়কের জীবনে উত্থানের সময় তাঁর ব্যক্তিগত সম্পর্ক একেবারে ভিন্ন পথে হাঁটছিল! এমনই সব অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন রীতা। তিনি আরও বলেন, “আমি যখন অন্তঃসত্ত্বা, তখন ওর একটা বিবাহবহির্ভূত সম্পর্কও ছিল। সেটা এতদিনে প্রকাশ্যে এসেছে। অথচ, আমাকে সেই সময়ে আদালতে নিয়ে গিয়েছিল। তখন আমার খুব অল্প বয়স। মনে হয়েছিল, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে।” যদিও তিনি এও উল্লেখ করেছেন, একবার একটি পার্টিতে শানু নাকি স্বীকার করেছিলেন যে তাঁর সাফল্যের নেপথ্যে স্ত্রী রীতার অবদান রয়েছে।