দেবের (Dev) অভিনয় জীবনের কুড়ি বছরের মাইলফলক ঘিরে আয়োজিত অনুষ্ঠানে ছিল এক অন্য রকম উচ্ছ্বাস। একদিকে ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) এর ট্রেলার লঞ্চ, জমজমাট নাচ-গান, প্রিয় অভিনেত্রীদের উপস্থিতি— সবকিছু মিলিয়ে যেন টলিউড (Tollywood) উৎসবমুখর হয়ে উঠেছিল সেদিন। কোয়েল, শ্রাবন্তী, পূজা, সায়ন্তিকা, নুসরত থেকে শুরু করে নতুন প্রজন্মের ইধিকা— প্রায় সকলেই মঞ্চে উপস্থিত থেকে দেবকে শুভেচ্ছায় ভরিয়ে দেন।
দর্শকদের উৎসাহ আর তারকাদের উচ্ছ্বাস মিলেমিশে তৈরি হয়েছিল এক অবিস্মরণীয় মুহূর্ত। কিন্তু সবকিছুর মাঝেই একটা অপূর্ণতা রয়ে গেল, আর সেটা ঘিরেই আলোচনার ঝড়। যখন মঞ্চে একে একে উঠে এলেন দেবের নায়িকারা, দর্শকরা তাকিয়ে ছিলেন একটা মুখের খোঁজে। কারণ দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরে আসা দেব-শুভশ্রী জুটি যে আবারও জাদু ছড়িয়েছিল ‘ধূমকেতু’-তে। ভক্তরা ভেবেছিলেন, এই বিশেষ দিনে হয়তো ফের একসঙ্গে দেখা যাবে তাঁদের।
কিন্তু আশাভঙ্গ হল সেদিন। শুভশ্রীর অনুপস্থিতি যেন জমজমাট আয়োজনের মাঝেও এক অদৃশ্য শূন্যতা তৈরি করল। কেউ কেউ মনে করলেন, যদি তিনি আসতেন তবে অনুষ্ঠানটি পূর্ণ হতো। উল্লেখ্য, গত মাসেই মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ শুধু দেব-শুভশ্রী জুটির জন্যই নয়, ভক্তদের জন্যও ছিল বিশেষ। ছবির প্রচারে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের, আর সেই মুহূর্ত দর্শকদের কাছে হয়ে উঠেছিল আবেগঘন। অতীতের ভেদাভেদ ভুলে ফের একসাথে আসার আভাস মিলেছিল তখন।
তাই দেবের কুড়ি বছরের যাত্রা উদযাপনে শুভশ্রীর উপস্থিতি হবে, এই প্রত্যাশাই ছিল সবার মনে। অথচ শেষমেশ তাঁকে না দেখে সেই প্রত্যাশা ভেস্তে গেল। যাঁরা অনুষ্ঠানটিতে ছিলেন, তাঁরা প্রত্যেকেই দেবের সাফল্যের গল্প বললেন, তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন। কোয়েল ও দেবের ‘পাগলু’-এর স্মৃতি নতুন করে মঞ্চে ফিরে এল, শ্রাবন্তী থেকে সায়ন্তিকা— প্রত্যেকেরই পারফরম্যান্স দর্শকদের মাতিয়ে তুলল। দেব নিজেও নাচে-গানে ভরিয়ে দিলেন প্রেক্ষাগৃহ।
আরও পড়ুনঃ “এই লেডিস টা কে কেন যে অ্যাক্টিং দেয় বুঝিনা, ফালতু একদম, ওভার অ্যাক্টিংয়ের দোকান ” — নেটপাড়ায় তুমুল সমালোচনার মুখে অভিনেতা সায়ক চক্রবর্তী! ‘তুই আমার হিরো’ ধারাবাহিকের নতুন চরিত্রে অভিনয় ঘিরে চলছে তীব্র বিতর্ক!
অথচ এই উদ্দীপনার মাঝেই বারবার প্রশ্ন উঠল— শুভশ্রী কোথায়? এতগুলো প্রাক্তন সহঅভিনেত্রীর মধ্যে তাঁর অনুপস্থিতি সকলকেই ভাবিয়েছে। ভক্তদের মতে, দেবের দুই দশকের অভিনয়জীবনকে ঘিরে আয়োজনটা ছিল নিখুঁত, তবে শুভশ্রীকে ছাড়া যেন সেই আয়োজন কিছুটা অসম্পূর্ণই থেকে গেল। ভক্তরা যেমন তাঁর অনুপস্থিতি অনুভব করেছেন, তেমনি ইন্ডাস্ট্রির অনেকেও বুঝেছেন— দেব-শুভশ্রী জুটির পর্দার রসায়ন এতটাই শক্তিশালী যে, তাঁকে ছাড়া দেবের কোনও বড় উপলক্ষকে সম্পূর্ণ মনে হয় না।
দুর্গাপুর ধ’র্ষণ কান্ডে মুখ্যমন্ত্রীর ‘রাত ৮টা’ মন্তব্যে ক্ষোভ টলিপাড়ায়, সোশ্যাল মাধ্যমে সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ঋদ্ধি-ঋত্বিক-রুদ্রনীলের