খোলামেলা পোশাক নিয়ে পিসির মতের একেবারে বিপরীতমুখী অবস্থান ভাইঝি শ্রীনন্দার! ‘সিদ্ধান্ত মানুষই নেবে’ অকপট মমতা শঙ্কর

মমতা শঙ্কর বরাবরই নিজের মতামত স্পষ্ট ভাষায় প্রকাশ করেন এবং সেই কারণেই তাঁকে ঘিরে বিতর্ক লেগেই থাকে। পোশাক থেকে শুরু করে ব্যক্তিগত মতাদর্শ— নানা বিষয়ে তাঁর মন্তব্য বহুবার সমালোচনার মুখে পড়েছে। সম্প্রতি আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি, তবে এবার অন্য কারণে— পরিবারের মধ্যেই মতপার্থক্য।

শ্রীনন্দা শঙ্কর আগেই জানিয়েছিলেন যে অনেক বিষয়ে তিনি পিসি মমতার সঙ্গে একমত নন। সোশ্যাল মিডিয়ায় একটি বোল্ড ছবি পোস্ট করার পর এক নেটিজেন মন্তব্য করেন, “মম পিসি রেগে যাবে।” উত্তরে শ্রীনন্দা স্পষ্ট বলেন, কেন তাঁকে বারবার পিসির সঙ্গে তুলনা করা হয়, যখন তাঁদের ভাবনা আলাদা। তিনি উল্লেখ করেন যে পরিবারের সকল সদস্য একই রকম ভাবেন না এবং শুধু সম্পর্কের সূত্রে তাকেও একই মতাদর্শে বেঁধে রাখা উচিত নয়।

এই পরিবারের ভিন্নমত নিয়ে মমতা শঙ্করের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি তেমন কথা বলতে চাননি। তাঁর মতে, পরিবারের ভেতরের মতবিরোধ নিয়ে প্রকাশ্যে কাদা ছোড়াছুঁড়ি করে লাভ নেই। তিনি শান্তভাবে জানান, তিনি ঠিক নাকি ভুল—তার বিচার করবেন সাধারণ মানুষ। ছোটবেলা থেকে যে মূল্যবোধে বেড়ে উঠেছেন, তিনিও পরবর্তী প্রজন্মকে সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করেন।

নিজের দুই পুত্র ও পুত্রবধূর প্রসঙ্গ তুলতেই মমতা বলেন, তাঁরা তাঁর মতাদর্শই অনুসরণ করেন এবং এতে তিনি সন্তুষ্ট। তাঁর বক্তব্য, এর বাইরে তাঁর আর কোনও প্রত্যাশা নেই। সাম্প্রতিক সময়ে তাঁর বিভিন্ন মন্তব্যকে সেকেলে বলে সমালোচনা করা হলেও মমতা নিজের অবস্থানে অনড়। কে কী বলল, তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি।

আরও পড়ুনঃ ‘বাবা-মায়ের শিক্ষাটা বুঝে সিদ্ধান্ত নাও, তোমার একটা ভোটও কিন্তু প্রয়োজনীয়!’ ‘নিজের স্বার্থ নয়, ভবিষ্যতের কথা ভাবো…রাজ্যটা আবার উঠে আসুক!’ নতুন প্রজন্মের ভোটারদের, ২০২৬-এর নির্বাচনের জন্য পরামর্শ অভিনেত্রী মানসী সিনহার!

এদিকে শ্রীনন্দাও নিজের অবস্থান পরিষ্কার রেখেছেন— সম্পর্কের কারণে নয়, ব্যক্তিত্বের জায়গা থেকেই তিনি নিজের সিদ্ধান্ত নেন। মমতা–শ্রীনন্দা দু’জনের মত আলাদা হলেও দুই প্রজন্মের এই ভিন্ন ভাবনা নিয়েই এগিয়ে চলেছে তাঁদের পরিবার।