ভালো গানও জানে মিঠাইরানী, স্টেজে উঠে ‘কলকাতার রসগোল্লা’ গান গেয়ে দর্শকদের মাতাল সৌমিতৃষা 

এই মুহূর্তে জি বাংলার সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। মিঠাইয়ের জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। দীর্ঘ সপ্তাহ ধরে টিআরপির তালিকায় শীর্ষ স্থানে ছিল এই ধারাবাহিক। গত সপ্তাহে টিআরপির কমেছে কিন্তু এই ধারাবাহিক নিয়ে দর্শকের উন্মাদনা কিন্তু একটুও কম হয়নি।

যৌথ পরিবার, মিঠাই-সিডের দুষ্টুমিষ্টি ঝগড়া, পরিবারের সকলের প্রতি সকলের ভালোবাসা, আর হল্লা পার্টির হইচই, সব কিছু মিলে এই ধারাবাহিক দর্শকদের মনে এক অন্য জায়গা করে নিয়েছে। খুব অল্পদিনের মধ্যেই মিঠাইতে মজে গিয়েছিল দর্শক। আর উচ্ছেবাবু ও জিনিয়াস বউমার খুনসুটি দেখার জন্য তো দর্শক মুখিয়ে থাকে।

এই ধারাবাহিকের নিত্যনতুন গল্পের মোড় এই ধারাবাহিককে এতটা জনপ্রিয় করে তুলেছে।

ক্যামেরার সামনেই নয়, ক্যামেরার পিছনেও ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সম্পর্ক দারুণ। তোর্সা অর্থাৎ ধারাবাহিকের খলনায়িকা তন্বীর সঙ্গে মিঠাই ওরফে সৌমিতৃষার অফস্ক্রিন সম্পর্ক ভীষণ ভালো।

এই ধারাবাহিকের নায়ক অর্থাৎ সিড ওরফে আদৃত রায় যে ভালো গান করেন, তা মোটামুটি সকলেরই জানা। তবে মিঠাইও যে কম যান না, তা কী জানা ছিল? সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু। এবার তাঁর একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে।

পুজোর সময় স্টেজ শো করতে গিয়েছিলেন সৌমিতৃষা।

সেখানেই তাঁকে ‘কলকাতার রসগোল্লা’ গানটি গাইতে শোনা যায়। এই ভিডিওটি দুর্গাপুজোর সময়ের হলেও এই ভিডিওটি এখন বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিওতে সৌমিতৃষাকে দেখা যাচ্ছে স্টোন ওয়ার্ক করা একটি শাড়ি পরে।

সৌমিতৃষার এই ভিডিও দেখে বেশ মুগ্ধ হয়েছে দর্শক। এই ভিডিওর কমেন্ট বক্সে সকলের সৌমিতৃষার খুব প্রশংসা করেছেন। ইতিমধ্যেই লাখের উপর ভিউ হয়েছে এই ভিডিওটির। মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিও।

You cannot copy content of this page