জনপ্রিয় থিয়েটার ও অভিনেত্রী অদিতি মুখার্জীর হঠাৎ প্রয়াণে শোক ছড়িয়ে পড়েছে শিল্পমহলে। ১৬ নভেম্বর রাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন এই তরুণী অভিনেত্রী। দিল্লি-এনসিআর অঞ্চলে নিজের অভিনয় প্রতিভা দিয়ে যে মঞ্চকে মাতিয়ে তুলছিলেন তিনি, সেই জীবনযুদ্ধই শেষ হয়ে যায় নয়ডার রাস্তায়।
অদিতির ভাই অরিন্দম মুখার্জী জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটে গৌতম বুদ্ধ নগরের নলেজ পার্ক থানার কাছে। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িটি ভয়ংকর অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত তাঁকে গ্রেটার নয়ডার শারদা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অদিতি।
দিল্লির মহিপালপুরে ভাইয়ের সঙ্গে থাকতেন অদিতি। অভিনয়ের প্রতি তাঁর নিবেদন ছিল চোখে পড়ার মতো। অস্মিতা থিয়েটারের প্রাক্তন ছাত্রী হিসেবে তিনি একের পর এক প্রশংসনীয় চরিত্রে অভিনয় করেছিলেন। ২০২২ সালের ভ্রাম্যমাণ থিয়েটারের ব্যাচে তিনি ছিলেন সবচেয়ে প্রতিভাবানদের একজন। মঞ্চে তাঁর উপস্থিতি, সংলাপ বলার ক্ষমতা আর অভিব্যক্তি দেখে অনেকে বলতেন—শিল্পীসুলভ তীব্রতা আর অভিনয়ের শক্তিতে তিনি আশুতোষ রানাকেও টক্কর দিতে পারেন।
থিয়েটার জগতে তাঁর উত্থান ছিল দ্রুত এবং উজ্জ্বল। বলিউড অভিনেতা আশুতোষ রানা ও রাহুল ভূচারের সঙ্গে ‘হুমারে রাম’ নাটকে কাজ করে তিনি আরও বেশি পরিচিতি পান। সহ-অভিনেতারা বারবার বলেছেন, অদিতির মধ্যে এক অদম্য প্রাণশক্তি ছিল। চরিত্রের গভীরে ঢুকে অভিনয় করার দক্ষতা তাঁকে আলাদা করে দিত।
আরও পড়ুনঃ শাড়ি বিতর্কে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেই নতুন সিনেমায় সুযোগ পেলেন ঋজু বিশ্বাস! “ফ্লার্টিং শরীরের পক্ষেও ভালো, বর্তমান সমাজ কমপ্লিমেন্টকে ভুল ভাবে গ্রহণ করছে’’- পুরনো বিতর্ক নিয়ে মুখ খুলতেই ফের সমালোচনার মুখে অভিনেতা!
এই অকাল মৃত্যু শুধু পরিবারকেই নয়, থিয়েটার দুনিয়ার বহু মানুষকেই স্তব্ধ করে দিয়েছে। অদিতি মুখার্জী হয়তো খুব বেশি কাজ করে যেতে পারেননি, কিন্তু তাঁর প্রতিভা, দৃঢ়তা আর উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা আজও সবার হৃদয় ভরিয়ে রেখেছে। তাঁর প্রয়াণে মঞ্চ হারাল এক উজ্জ্বল নক্ষত্রকে, আর দর্শক হারালেন এক অসাধারণ শিল্পীকে।






‘রবীন্দ্রনাথ আর সলিল চৌধুরীর পরেই আমি, ওই দু’জনের পর কবীর সুমন নামটাই তো স্বাভাবিক!’ কবীর সুমনের বিতর্কিত দাবি! ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় সমাজ মাধ্যমে, শিল্পীর বক্তব্যে আহত বাঙালির আবেগ?