“এটাই তো আমাদের ইতিহাস, এখন মানুষ নিজেরাই বিচার করুক!” “আজকের দিনে দাঁড়িয়ে ছবি আটকে রাখা যায় না!”— বিশেষ প্রদর্শনীতে ‘দ্য বেঙ্গল ফাইলস’ বিতর্কে সরব ‘রোজগেরে গিন্নি’ পরমা ব্যানার্জী!

বিভন্ন কারণে বাংলায় মুক্তির অনুমতি না পেলেও অবশেষে বিশেষ আয়োজনের মাধ্যমে বাংলার দর্শকের সামনে এল ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। সিনেমাটি প্রেক্ষাগৃহে জায়গা না পাওয়ায় সাধারণ মানুষ যেমন হতাশ, তেমনি এর প্রদর্শনী ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দীর্ঘদিন ধরে এই ছবিকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠছিল— কেন সেন্সর বোর্ডের ছাড়পত্র থাকা সত্ত্বেও বাংলার হলে একে দেখানোর অনুমতি দেওয়া হচ্ছে না। অবশেষে জাতীয় গ্রন্থাগারে বিশেষ আমন্ত্রণভিত্তিক প্রদর্শনীর মাধ্যমেই দেখানো হলো ছবিটি।

যাঁরা সেই প্রদর্শনীতে উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত। আবার রাজনৈতিক দলের লোকেরাও ছিলেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, এই ছবি এক ঐতিহাসিক দলিল। বাংলার এক অধ্যায় যা এতদিন মানুষের চোখের আড়ালে ছিল, সেটাই তুলে ধরতে চেয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তবে বিশেষ আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশাধিকার না থাকায় সাধারণ দর্শক থেকে গিয়েছে বঞ্চিত।

এদিন ছবিটির প্রদর্শনীর পর প্রেক্ষাগৃহ না পাওয়ার অভিযোগ ঘিরেই এবার নতুন করে ক্ষোভ ছড়িয়েছে সাংস্কৃতিক মহলে। পরিচালক অগ্নিহোত্রী সরাসরি অভিযোগ তুলেছেন রাজনৈতিক চাপের। তাঁর দাবি, ইচ্ছাকৃতভাবেই বাংলায় এই ছবিকে আটকে দেওয়া হচ্ছে। সরকারি মহলের প্রভাবেই প্রেক্ষাগৃহ মালিকরা পিছিয়ে যাচ্ছেন, আর তাতেই সাধারণ দর্শক থেকে যাচ্ছে অন্ধকারে। এর ফলে যে বিতর্ক আরও উস্কে উঠেছে, তা নিয়ে আর কোনও সন্দেহ নেই।

সেই দিন জাতীয় গ্রন্থাগারে কড়া নিরাপত্তার মধ্যেই প্রদর্শনী সম্পন্ন হয়। অনেকেই পরে জানালেন, তাঁরা ছবির বিষয়বস্তু দেখে বিস্মিত। তাঁদের দাবি, এই ধরনের শিল্পকে আটকে রাখলে কৌতূহল বরং আরও বাড়বে। এই প্রসঙ্গে ‘রোজগেরে গিন্নি’ অভিনেত্রী পরমা ব্যানার্জী বলেন, “এমন কিছু বলা হচ্ছে না যেটা ঘটেনি। এটাই তো আমাদের ইতিহাস। এবার সেটা দেখে ঠিক না ভুল, সেটা সাধারণ মানুষ বিচার করুক! আজকের দিনে দাঁড়িয়ে, ছবি বা শিল্পকে এভাবে আটকে রাখা যায় না।

আমার মতে, ভালই হয়েছে যে আটকে দিয়েছে ছবিটা। তার ফলে মানুষের আগ্রহ আরও কয়েক গুণ বেড়ে গেল। এবার যেভাবেই হোক, আরও বেশি মানুষ দেখতে চাইবে!” রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও ছবিটিকে ঘিরে আগ্রহ ক্রমশ বাড়ছে। বাংলার দর্শকদের কাছে ছবিটি এখন আরও বেশি আকাঙ্ক্ষিত হয়ে উঠেছে। প্রেক্ষাগৃহে না হলেও মানুষ কীভাবে পারবেন, সেটাই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুনঃ পুলিশের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়লেন শুভশ্রী! পুলিশের হাতে আ’ক্রান্ত হয়ে র’ক্তাক্ত অভিনেত্রীকে দেখে হতবাক অনুরাগীরা! এক মুহূর্তের জন্য শিউরে উঠছেন অনেকেই! কী কারণে লেডি সুপারস্টারের এমন চরম পরিণতি?

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page