সম্প্রতি কিছুবছরে রাজঘরণী ‘শুভশ্রী গঙ্গোপাধ্যায়’ (Subhashree Ganguly) পর্দায় যতবারই ধরা দিয়েছেন, ততবারই তিনি দর্শককে নতুন করে অবাক করে দিয়েছেন। এদিন প্রকাশ্যে আসা ‘অনুসন্ধান’-এর (Anusandhan) ফার্স্ট লুকেও তার ব্যতিক্রম হয়নি। চোখেমুখে আঘাতের দাগ, একেবারে নো মেকআপ লুকে শুভশ্রী যেন অন্যরকম ‘অরা’ ছড়িয়ে দিয়েছেন। সাংবাদিক চরিত্রে পুলিশের মুখোমুখি হয়ে তাঁর সংলাপ, “সিস্টেম পচে দুর্গন্ধ বেরচ্ছে!”– প্রথম ঝলকেই সিরিজ নিয়ে চর্চা বাড়িয়েছে।
প্রসঙ্গত, লেডি সুপারস্টার শুভশ্রীর ঝুলিতে যে একের পর এক ভিন্নধর্মী চরিত্র জমা হচ্ছে, তার প্রমাণ আগেও পাওয়া গিয়েছে। ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর সাফল্যের পর দর্শকরা জানতেন তিনি আবারও বড় কোনও চমক দেবেন। এবার ‘অনুসন্ধান’-এ সেই প্রত্যাশার ভার আরও বেড়েছে। একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের দীর্ঘ অধ্যবসায়ের ফল ‘লহ গৌরাঙ্গের নাম রে’, অন্যদিকে ‘রায়বাঘিনী ভবশঙ্করী’— দুই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।
ব্যক্তিগত জীবন, সংসার আর সন্তানদের সামলিয়েও নিজের অভিনয় জীবনে কোনওভাবে আঁচ লাগতে দেননি শুভশ্রী, সেটাই তাঁকে অনেকের থেকে আলাদা করে। উল্লেখ্য, কাজের প্রতি তাঁর দায়বদ্ধতা সবসময় নজর কাড়ে। সম্প্রতি ‘গৃহপ্রবেশ’-এ তাঁর অভিনয় যেমন প্রশংসিত হয়েছে, তেমনি নতুন সিরিজেও সেই ছাপ ধরে রাখতে মরিয়া তিনি। এই চরিত্রের জন্য অভিনেত্রী নিজেকে আলাদা করে প্রস্তুত করেছেন। কিছুদিন আগেই সাংবাদিকদের সঙ্গে গোটা একটা দিন কাটিয়েছেন।
কাজ করে হাতেনাতে শিখে নিয়েছেন সবকিছু। তাঁর ‘অনুসন্ধান’-এর গল্প ঘিরে রয়েছে এক মহিলা জেল। যেখানে একের পর এক মহিলা বন্দি অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে। অথচ পুরুষের প্রবেশ সেখানে নিষিদ্ধ। এই অসম্ভব ঘটনাই গল্পের মূল রহস্য। শুভশ্রী সেখানে একজন দাপুটে ক্রাইম রিপোর্টার, যে সত্য অনুসন্ধান করতে গিয়ে বিপাকে পড়ে। পুলিশের হাতে আক্রান্ত হওয়ার দৃশ্যও ফার্স্ট লুকে ধরা পড়েছে। আর এতেই দর্শকের কৌতূহল চরমে পৌঁছেছে।
সব মিলিয়ে বলা যায়, টলিউডের ব্যস্ততম নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় আবারও নিজের জনপ্রিয়তা প্রমাণ করতে কোমড় বেঁধেই মাঠে নেমেছেন। তাঁর প্রতিটি চরিত্র যেন দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা, আর নতুন এই চরিত্রও যে সবার মন ছুঁয়ে যাবে– তা নিয়ে বিশ্বাসী অভিনেত্রী নিজেই। ‘অনুসন্ধান’-এর ঝলকেই প্রমাণ যে ঝুঁকি নিয়েই সামনে আসছেন এমন এক চরিত্রে, যা নিঃসন্দেহে দর্শকের মনে গভীর দাগ কেটে যাবে।
আরও পড়ুনঃ “অনেক কথা বলার ছিল অনুভার”…মৃ’ত্যুর আগে শেষ ফোন!— অভিনেত্রী অনুভা গুপ্তর রহস্যমৃ’ত্যু নিয়ে আজও ওঠে প্রশ্ন, মাধবী মুখোপাধ্যায় সামনে আনলেন মৃ’ত্যু ঘিরে সেই অজানা সত্য! দুই যুগের সন্ধিক্ষণের নায়িকা, কি কারণে এমন পরিণতি?
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।