বিনোদন জগত মানেই আলো, ক্যামেরা আর রঙিন মুহূর্ত—তবু এই ঝলমলে দুনিয়ার মাঝেই হঠাৎ হঠাৎ এসে পড়ে এমন কিছু খবর, যা মন ভারী করে দেয়। পর্দার বাইরে তারকারাও যে আমাদের মতোই সাধারণ মানুষ, সেই বাস্তবতাই আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এমন ঘটনাগুলি। সম্প্রতি ঠিক তেমনই এক দুঃসংবাদ ছড়িয়ে পড়েছে, যা শুনে উদ্বিগ্ন অনুরাগী থেকে শুরু করে গোটা বিনোদন মহল।
এই খবরের কেন্দ্রে রয়েছেন অভিনেতা আশিষ বিদ্যার্থী। হিন্দি, বাংলা সহ একাধিক ভাষার ছবিতে দীর্ঘদিন ধরে কাজ করা এই অভিনেতা মূলত খলনায়ক চরিত্রে তাঁর দাপুটে অভিনয়ের জন্য পরিচিত। পর্দায় যতটা কঠোর ও দৃঢ় তিনি, বাস্তব জীবনে ঠিক ততটাই প্রাণবন্ত। ব্যক্তিগত জীবন নিয়েও মাঝেমধ্যে চর্চায় থেকেছেন আশিষ, বিশেষ করে সাম্প্রতিক বিয়েকে ঘিরে।
এই আবহেই সামনে আসে ভয়াবহ এক ঘটনার খবর। জানা যায়, গুয়াহাটিতে একটি মারাত্মক বাইক দুর্ঘটনার শিকার হয়েছেন আশিষ বিদ্যার্থী ও তাঁর স্ত্রী রূপালী বড়ুয়া। দুর্ঘটনাটি ঘটে আচমকা, যখন দু’জনে একসঙ্গে বাইকে করে যাচ্ছিলেন। ঘটনার পর মুহূর্তের মধ্যেই স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, দুর্ঘটনায় দু’জনেরই শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তাঁদের সুস্থ করে তোলার জন্য। বর্তমানে তাঁরা দু’জনেই চিকিৎসাধীন এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা এখনও বেশ আশঙ্কাজনক বলেই জানানো হয়েছে।
আরও পড়ুনঃ দেবের ‘টনিক ২’ নিয়ে জল্পনা তুঙ্গে! ভাঙছে দর্শকের প্রিয় দেব-পরাণ জুটি! ‘টনিক ২’-এ কি থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায়? নাকি তাঁকে ছাড়াই এগোচ্ছে ছবি? কী জানালেন বর্ষীয়ান অভিনেতা?
উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে ৫৭ বছর বয়সে রূপালী বড়ুয়াকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছিলেন আশিষ বিদ্যার্থী। সেই সুখের অধ্যায় শুরুর এক বছরের মধ্যেই এমন দুর্ঘটনা সকলকে স্তব্ধ করে দিয়েছে। প্রিয় অভিনেতা ও তাঁর স্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় এখন প্রার্থনায় মুখর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।






