দেবের ‘টনিক ২’ নিয়ে জল্পনা তুঙ্গে! ভাঙছে দর্শকের প্রিয় দেব-পরাণ জুটি! ‘টনিক ২’-এ কি থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায়? নাকি তাঁকে ছাড়াই এগোচ্ছে ছবি? কী জানালেন বর্ষীয়ান অভিনেতা?

টলিউডে এমন কিছু শিল্পী আছেন, যাঁদের উপস্থিতি পর্দায় মানেই আলাদা করে কিছু বলার প্রয়োজন পড়ে না। অভিনেতা ‘পরাণ বন্দ্যোপাধ্যায়’ (Paran Bandopadhyay) তেমনই একজন। কালের নিয়মে বয়স অনেকটা বাড়লেও, অভিনয়ের জায়গায় এসে সেটা কোনওদিনই বাধা হয়ে দাঁড়ায়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তাঁর অভিনয়ে জমেছে আরও সংযম, আরও গভীরতা। চরিত্রে ঢোকার সময় তিনি কখনও দেখান না যে তিনি একজন বর্ষীয়ান অভিনেতা! দেখান শুধু মানুষটাকে, তার অভ্যাস, তার দুর্বলতা, তার নীরবতা। এই স্বাভাবিকতাই যেন তাঁকে আলাদা করে তোলে।

করোনা পরবর্তী সময়ে দেবের সঙ্গে পরাণ বন্দ্যোপাধ্যায়ের কাজ দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। ‘টনিক’ বা ‘প্রধান’-এর মতো ছবিতে তাঁদের সম্পর্কটা ছিল চোখে পড়ার মতো। কোথাও বাড়তি নাটক নেই, আবার কোথাও কমও নয়। বয়সের ব্যবধান সেখানে কখনও বাধা হয়ে দাঁড়ায়নি বরং গল্প বলার সুবিধা করে দিয়েছে। দু’জনের অভিনয়ের ছন্দ এক জায়গায় এসে মিশেছে, যেটা খুব সহজে তৈরি হয় না। সেই কারণেই তাঁদের জুটিকে আবার পর্দায় দেখার ইচ্ছা বহু দর্শকের মধ্যেই ছিল।

এরই মাঝে নতুন ছবি ‘প্রজাপতি ২’ এ ছোট্ট একটি চরিত্রে দেখা গেল পরাণ বন্দ্যোপাধ্যায়কে। সময় কম হলেও, সেই উপস্থিতি অনেকের মনে ফিরিয়ে এনেছিল ‘টনিক’-এর স্মৃতি। কয়েকটা দৃশ্য থেকে কিছু সংলাপ আর সেই চেনা অভিব্যক্তিতেই দর্শক বুঝে নিয়েছিলেন, কেন এই অভিনেতাকে বারবার দেখতে ইচ্ছে করে। ছোট চরিত্র হলেও, সেটার প্রভাব কিন্তু ছোট ছিল না। বরং আবারও দেব-পরাণ জুটির প্রসঙ্গ ফিরে এল আলোচনায়।

এদিকে, নতুন বছরের শুরুতেই দেবের ঘোষণায় সেই আলোচনায় যেন ঘি পড়ল। ‘টনিক ২’-এর কথা সামনে আসতেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল, পরাণ বন্দ্যোপাধ্যায় কি থাকছেন এই ছবিতে? নাকি তাকে ছাড়াই হচ্ছে নতুন ছবি। সম্প্রতি এই বিষয়েই তাঁকে প্রশ্ন করা হলে তিনি খুব সোজাসাপটা উত্তর দিয়েছেন। জানালেন ‘প্রজাপতি’র শুটিং চলাকালীনই তাঁর কাছে ‘টনিক ২’-এর প্রস্তাব এসেছিল। একাধিকবার কথা হয়েছে ছবিটা নিয়ে। শুরুতে তিনি সম্মতি দেননি, তবে এখন বিষয়টা পুরোপুরি নাকচও করে দিচ্ছেন না।\

আরও পড়ুনঃ “আমি চাইনা আমার বায়োপিক তৈরি হোক, আমার কষ্ট ও যন্ত্রণা দেখলে মানুষের মন ভেঙে যাবে” — জানালেন মিঠুন চক্রবর্তী! যেখানে অন্য তারকারা নিজেদের জীবনকাহিনী দিয়ে দর্শকের মনের জায়গা করতে ব্যস্ত সেখানে কেন অভিনেতার এমন সিদ্ধান্ত?

পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তায় বরাবরই একটা স্থিরতা থাকে। এদিনও তিনি জানিয়েছেন, এখনও সবটাই ভাবনাচিন্তার স্তরে রয়েছে এবং তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চান না। অভিজ্ঞতার জায়গা থেকেই তিনি সময় নিয়ে ভাবতে চান। গল্প, চরিত্র, নিজের শারীরিক সামর্থ্য মিলিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। দর্শকের উত্তেজনা থাকলেও, এই সংযত মনোভাবটাই তাঁকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। হয়তো এই কারণেই, দর্শকও অপেক্ষা করতে রাজি থাকে, আবার একবার তাঁকে পর্দায় দেখার আশায়।

You cannot copy content of this page