‘বাংলা মিডিয়ামে পড়া ছেলেমেয়েরা কর্পোরেট হাউসে চাকরি পায় না’, সকলের সামনে বাংলা ভাষাকে ‘অপমান’ করে নেটিজেনদের ক্ষোভের মুখে পড়লেন আরজে অয়ন্তিকা!

বাংলা মোদের মাতৃভাষা। মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা।পৃথিবীর একটা বৃহৎ অংশের মানুষ এখনো বাংলাতেই কথা বলেন। এমনকি বাংলাদেশের সরকারি ভাষা পর্যন্ত বাংলা। কিন্তু এবার এক তথাকথিত বিখ্যাত বাঙালির মুখে বাংলার যা ‘সুনাম’ শোনা গেল তা শুনে গেল গেল রব তুলেছে নেটটপাড়া।

যারা সোশ্যাল মিডিয়ায় বেশ একটি তারা মোটামুটি আরজে অয়ন্তিকাকে সবাই চেনেন। রেডিও মির্চি সানডে সাসপেন্সে তাকে আমরা অংশগ্রহণ করতে শুনেছি। এছাড়া সোশ্যাল মিডিয়ায় লক্ষ্মীকান্ত এবং দুনিকে নিয়ে তার করা ভিডিও বেশ ভাইরাল হয়। এবার রিপাবলিক বাংলার একটি বিতর্ক সভায় গিয়ে অসাধারণ একটি মন্তব্য করে বসলেন অয়ন্তিকা।

বিতর্কের বিষয় ছিল বাংলা ভাষা আমাদের গর্ব নাকি কেবল চ্যাটের মাধ্যম?সেখানেই বক্তৃতা রাখতে গিয়ে আরজে অয়ন্তিকা বলে বসলেন যে বাংলা মিডিয়ামে পড়া কোন ছেলে মেয়ে কি সত্যিই আজকাল কর্পোরেটে চাকরি পায়?বাংলা মিডিয়ামে পড়া ছেলেমেয়েরা কি কোনো কর্পোরেট হাউসে ভালো চাকরি নিয়ে বাড়িতে যেতে পারবে? এইটুকু অংশের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বাংলা মিডিয়ামে পড়া ছাত্র ছাত্রীরা এবং যারা বিভিন্ন পেশায় বর্তমান বিশেষ করে কর্পোরেট হাউসে যাদের মিডিয়ামটা বাংলাই ছিল তারা ক্ষোভে ফেটে পড়েছে।পরিস্থিতি সামাল দিতে অয়ন্তিকা ঘোষণা করেছেন যে সন্ধ্যে সাড়ে ছটার সময় তিনি লাইভে এসে যা বলার বলবে কিন্তু তার আগে যা ড্যামেজ হওয়ার তা হয়ে গেছে।

অনেকেই লিখেছেন যে, ঠিকই বলেছেন দিদি আপনি না বললে তো জানতেই পারতাম না।আবার অনেকে বলছে যে দিনরাত ইংলিশে ক্লায়েন্টদের হ্যান্ডেল করি আমি কিন্তু বাংলা মিডিয়াম থেকেই পাশ করেছি। সব মিলিয়ে আজ সারাদিন ফেসবুক জুড়ে বাংলা মিডিয়াম বনাম ইংলিশ মিডিয়ামের লড়াই চলছে যার সূত্রপাত ঘটিয়ে দিয়েছেন আরজে অয়ন্তিকা। পরবর্তীকালে তিনি নিজের বক্তব্য বদলান কিনা সেটাই দেখার।