গতকাল সন্ধ্যে হতেই, অভিনেতা তথা ভ্লগর ‘সায়ক চক্রবর্তী’র একটি পোস্ট ঘিরে ছড়ায় চাঞ্চল্য! এর আগেও বহুবার দেবলীনা নন্দীর সঙ্গে তাঁর বন্ধুত্ব আলাদা করে নজর কেড়েছে সমাজ মাধ্যমে। তাই হঠাৎ করে বিধ্বস্ত অবস্থায় ‘দেবলীনা নন্দী’র (Debolina Nandi) একটি হাসপাতালের ছবি দেখে স্বাভাবিকভাবেই চমকে ওঠেন অনুরাগীরা। ছবিতে দেবলীনা শয্যাশায়ী, শারীরিকভাবে দুর্বল, নাকে নল লাগানো- এই দৃশ্য অনেক প্রশ্ন আর উদ্বেগ তৈরি করে দেয়। হঠাৎ কী হলো, সব সময় হাসি খুশি থাকা এই গায়িকার?
এই উদ্বেগ আরও গভীর হয় দেবলিনার নিজের কথাতেই। ঘটনার ঠিক আগের রাতে ফেসবুক লাইভে তিনি এমন কিছু কথা বলেন, যা দীর্ঘদিনের চাপ আর মানসিক ক্লান্তির ইঙ্গিত দিয়েছে। সরাসরি কারও নাম না করলেও, তাঁর বক্তব্যে পরিষ্কার ছিল যে সংসার আর নিজের অস্তিত্বের মাঝখানে দাঁড়িয়ে তাঁকে বারবার কঠিন শর্তের মুখে পড়তে হয়েছে। বিশেষ করে মাকে ঘিরে যে টানাপোড়েন, সেটাই যেন তাঁকে সবচেয়ে বেশি ভেঙে দিয়েছে। সংসার টিকিয়ে রাখতে হলে ‘মায়ের থেকে দূরে’ সরে যাওয়ার কথা বারবার শোনানো হয়েছে, এই অভিজ্ঞতা তাঁর কথায় স্পষ্ট ধরা পড়ে।
প্রসঙ্গত, ২০২৪ সালে প্রবাহ নন্দীর সঙ্গে দেবলিনার বিয়ে হয়েছিল। বাইরে থেকে সম্পর্কটা বেশ স্বাভাবিক, এমনকি সুখী বলেই মনে হতো। কিন্তু নিয়মিত ভিডিও দেখেন যাঁরা, তাঁদের অনেকেই বলছেন, এই হাসির আড়ালে ছিল চাপা অস্বস্তি! দেবলিনার কাজ, বন্ধুদের সঙ্গে ওঠাবসা, এমনকি ব্যক্তিগত পছন্দ নিয়েও নাকি আপত্তি ছিল প্রবাহর। নতুন বছরের শুরুতে একটি ভিডিওতে দেবলীনা নিজেই শেয়ার করেছিলেন, কাজ শেষে স্বামীর জন্য উপহার কিনে এনেও প্রত্যাশিত উষ্ণতা পাননি। সেই ঠান্ডা প্রতিক্রিয়া তাঁকে যে আঘাত করেছিল, তা লুকোনোর চেষ্টা করলেও বোঝা গিয়েছিল।
এছাড়াও বেশ কয়েকদিন আগে একটি চুল কাটার ভিডিও পোস্ট করেছিলেন দেবলীনা, সেখানেও প্রবাহর প্রতিক্রিয়া অনেকেরই ক্ষোভের কারণ হয়েছিল। আজ অনেক নিয়মিত দর্শক এবং গায়িকার অনুরাগীরা বলছেন, প্রবাহ নিজে কাজের ক্ষেত্রে বাইরে থাকলেও, বাড়ি ফিরে দেবলিনার গতিবিধি নিয়ে আপত্তি তোলেন। বন্ধুদের সঙ্গে দেখা করাতেও আপত্তি রয়েছে তার! এমনকি বহুদিন ধরে দেবলীনা যে ব্যান্ড তৈরি করার স্বপ্ন দেখেছিলেন, তাতেও একসময় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি!
এই সমস্ত ঘটনা সামনে আসার পর, দেবলিনার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার খবর ছড়াতেই ভক্তদের প্রতিক্রিয়া দু’ভাগে ভাগ হয়ে যায়। একদিকে অসংখ্য মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন, মানসিক শক্তি জোগাচ্ছেন। অন্যদিকে কেউ কেউ প্রশ্ন তুলছেন, এত বড় সিদ্ধান্ত নেওয়া কি ঠিক ছিল? তবে এই বিতর্কের মাঝেও বেশিরভাগ দর্শকের ক্ষোভ গিয়ে পড়ছে একটাই জায়গায়, প্রবাহর ভূমিকা নিয়ে! কারণ, দেবলীনার কথায় বারবার উঠে এসেছে দীর্ঘদিনের অবহেলা আর নিয়ন্ত্রণের অনুভূতি।
আরও পড়ুনঃ বছরের শুরুতেও ভালো সম্পর্ক, সাক্ষী ছিলেন সায়কও! হঠাৎ করে কি হলো দেবলীনার? গায়িকার হাসপাতালে ভর্তি নিয়ে ধোঁয়াশা! সত্যিই কী চরম সিদ্ধান্ত নিয়েছেন, নাকি শুধুই শারীরিক অসুস্থতা?
সব মিলিয়ে, যে সম্পর্কটা বাইরে থেকে হাসিখুশি মনে হতো, তার ভেতরে জমে উঠেছিল নীরব ক্ষত। দেবলীনা নিজেই স্বীকার করেছেন, সবসময় ভালো থাকার অভিনয় করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। এখন যখন তাঁর অসুস্থতার ছবি প্রকাশ্যে, তখন মানুষ শুধু একজন শিল্পীর খবরই দেখছেন না। দেখছেন এক নারীর লড়াই, যিনি নিজের পরিবার, কাজ আর সম্মানের জায়গা থেকে সরে যেতে অস্বীকার করেছিলেন। এই লড়াইয়ে কার দায় কতটা, সেই প্রশ্নই এখন সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে দর্শকমহলে।






