এবার ভোটের লড়াইয়ে ইমন? ‘প্রস্তাব এলে নিশ্চয়ই ভেবে দেখব!’ মুখ খুললেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা

জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী—যাঁর কণ্ঠের যাদুতে মুগ্ধ গোটা বাংলা। মঞ্চ হোক বা সিনেমার পর্দা, ইমনের গান মানেই অন্য রকম আবেগ। তবে এবার সুরের বাইরে এক অন্য কারণে শিরোনামে তিনি। বিধানসভা ভোটের আগে ইমন নাকি নামতে চলেছেন রাজনীতির ময়দানে—এমনই গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া।

সব জল্পনার সূচনা হয় দীপাবলির রাতে, যখন ইমন স্বামী নীলাঞ্জন ঘোষকে সঙ্গে নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীপুজোয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে গায়িকার দীর্ঘ সময়ের সুসম্পর্ক তো আগেই জানা। সেই রাতেই নাকি ‘দিদির’ বাড়িতে ইমনকে দেখা যায় বেশ আপন ভঙ্গিতে। এরপরই ছড়িয়ে পড়ে খবর—তৃণমূলের টিকিটে ভোটে লড়তে পারেন এই জনপ্রিয় শিল্পী।

এই গুঞ্জন নিয়েই যখন আলোচনা তুঙ্গে, তখন সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর সঙ্গে খোলামেলা কথা বলেন ইমন চক্রবর্তী। গায়িকার স্পষ্ট জবাব, “আমি স্বামী আর কাকুকে নিয়ে কালীপুজোয় গিয়েছিলাম। মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে আপ্যায়ন করেছেন, তা অবিশ্বাস্য! তিনি নিজে হাতে খাবার দিয়েছেন, ঘর দেখিয়েছেন, এমনকি শাড়িও উপহার দিয়েছেন। কিন্তু তাই বলে কি উনি আমাকে ভোটে দাঁড়াতে বলবেন?”

তাহলে কি গায়িকা রাজনীতিতে নামছেন না? ইমনের উত্তর, “এখনও পর্যন্ত কোনও দলের তরফে আমার কাছে কোনও প্রস্তাব আসেনি। তবে প্রস্তাব এলে অবশ্যই ভেবে দেখব।” সঙ্গে যোগ করেন, “যদি আমি কখনও রাজনীতিতে যোগ দিই, সেটা নিজের মুখেই সকলকে জানাব।”

আরও পড়ুনঃ টলিপাড়ায় দারুণ চাঞ্চল্য! গাড়ির চালকের সঙ্গে শা’রী’রিক সম্পর্কে জড়ালেন নায়িকা, বিবাহবিচ্ছেদের পথে টেলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি! কারা তারা জানেন?

অর্থাৎ, এখনই রাজনীতিতে নামার ইচ্ছে না থাকলেও সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না ইমন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর শ্রদ্ধা ও স্নেহ বরাবরের মতোই অটুট। তবে সুরের দুনিয়ায় রাজনীতি ঢুকে পড়বে কি না—সেই উত্তর দেবে সময়ই।