ধুমধাম করে শুরু হয়েছিল তাঁদের প্রেমের গল্প। বিয়ে ছিল একেবারে রাজকীয়—আলো, সাজ, তারকারা ভরপুর। টেলিভিশনের জনপ্রিয় মুখ দু’জন, যাঁদের একসঙ্গে পর্দায় দেখা মানেই ছিল দর্শকের বাড়তি আগ্রহ। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেল সেই রূপকথা। এখন টলিপাড়ার অন্দরে গুঞ্জন, তাঁদের সুখের সংসারে নাকি দেখা দিয়েছে গভীর অশান্তি।
ইন্ডাস্ট্রির ফিসফাস, নায়িকার জীবনে নাকি এসেছে অন্য এক পুরুষ। আর সেই পুরুষ নাকি তাঁদেরই গাড়ির চালক! শুনে রীতিমতো চমকে গিয়েছেন সকলেই। খবর ছড়িয়েছে, একদিন নায়ক নিজেই দেখে ফেলেন স্ত্রীকে ঘনিষ্ঠ অবস্থায়। তারপর থেকেই শুরু হয় সম্পর্কের টানাপোড়েন, তিক্ততা, দূরত্ব। কথাবার্তা বন্ধ, একসঙ্গে দেখা যাওয়া প্রায় বন্ধই হয়ে গিয়েছে।
টলিপাড়ার সহকর্মীদের দাবি, এই ঘটনা একেবারেই গসিপ নয়, বরং বাস্তব। যদিও কেউই প্রকাশ্যে মুখ খুলতে চান না। এদিকে, নায়িকার ঘনিষ্ঠ মহল থেকে দাবি উঠছে—সবটা নিছক ভুল বোঝাবুঝি। কিন্তু নায়কের আচরণ বলছে ভিন্ন কথা। তিনি নাকি এখন নিজের কাজেই ডুবে থাকতে চাইছেন, ব্যক্তিগত জীবন নিয়ে নীরবতা বজায় রেখেছেন।
আরও পড়ুনঃ নিঃসঙ্গতা, আর্থিক টানাপোড়েন মরণব্যাধির সঙ্গে দীর্ঘ লড়াই! ফের বিনোদন জগতে নক্ষত্রপতন, প্রয়া’ত জনপ্রিয় অভিনেতা
এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন দুনিয়ায়। অনুরাগীদের প্রশ্ন—যে সম্পর্ক এক সময় এত প্রেম, বিশ্বাস আর বন্ধুত্বের ওপর দাঁড়িয়ে ছিল, সেটি কি শেষ পর্যন্ত ভেঙে যাবে? নাকি সময়ের সঙ্গে মিটে যাবে এই অশান্তি? আপাতত টলিপাড়া অপেক্ষায়—দু’জনের ভবিষ্যৎ কোন পথে মোড় নেয়, সেটাই দেখার।






