‘জিতছে তো ভোটচুরি করে! পশ্চিমবঙ্গে কিছুই করতে পারবে না পদ্ম শিবির! সবদিকে মূর্খ রাজনীতিকে ভর্তি!’- নচিকেতা

‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’— রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই অমর সৃষ্টিকে ঘিরে ফের শুরু হয়েছে তীব্র বিতর্ক। কারণ, এই গানই বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আর সেই গান গাওয়ার অপরাধে অসমের কংগ্রেস সদস্য বিধূভূষণ দাসের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিষয়টি নিয়ে উত্তাল রাজনীতি, আর ঠিক তখনই মুখ খুললেন জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী।

নচিকেতা স্পষ্ট ভাষায় বলেন, “এটা আমাদের গান, রবীন্দ্রনাথের গান মানে আমার দেশের গান। যারা এই নিয়ে রাজনীতি করছে, তারা খুবই মূর্খ। এদের আর কিছু বলার নেই, শুধু করুণা করা যায়।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, শিল্পীর কাছে রবীন্দ্রনাথের গান জাতি বা সীমান্তের গণ্ডি ছাড়িয়ে মানবতার প্রতীক।

গায়ক মনে করিয়ে দেন, পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও একাধিকবার এই গান উচ্চারণ করেছিলেন। “দুর্গাপুরে এসে মোদী নিজেই তো বলেছিলেন ‘আমার সুনার বাংলা’। তখন তো কিছু হয়নি। তাহলে এখন এত হইচই কেন? আসলে কিছু লোক কেবল বাঁদরামি করছে,” সোজাসাপ্টা জবাব নচিকেতার।

নিজেও বহুবার মঞ্চে এই গান গেয়েছেন নচিকেতা। তাঁর কথায়, “রবীন্দ্রনাথের গান গাইব না কেন! এদের মতো রাজনীতিবিদদের ঘাড় ধরে বার করে দেওয়া উচিত। এরা কেবল বিভাজনের রাজনীতি করে।” প্রতিবাদের স্বরেও যেন ক্লান্তি ঝরে তাঁর গলায়— “অনেক প্রতিবাদ করেছি, এখন মানুষ নিজেরাই কিছু করুক। তবে মানুষেরও সময় নেই, কাকে নিয়ে প্রতিবাদ করবে?”

আরও পড়ুনঃ আ’ত্মহ’ত্যার নামে বুবলাইয়ের প্রতারণা! ঘুমের ওষুধ খেয়ে ম’রার চেষ্টা নয়, সবটাই ছিল মায়ের ফুলশয্যা থামাতে সাজানো নাটক! চিকিৎসকের মুখে ফাঁস নোং’রা ষড়’যন্ত্র, খুলল বর্ষা- বুবলাইয়ের মুখোশ

আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সেই প্রেক্ষাপটেও কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন গায়ক। নচিকেতার মতে, “এইসব তুচ্ছ বিষয় নিয়ে বিতর্ক তৈরি করে কিছুই করতে পারবে না ওরা। ভোটচুরি করে জিতছে, রাষ্ট্রযন্ত্রকে নিজের মতো করে ব্যবহার করছে। এভাবে দেশ চলে না!”