বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটি ‘নীল ভট্টাচার্য’ (Neel Bhattacharya) এবং ‘তৃণা সাহা’কে (Trina Saha) ঘিরে গুঞ্জনের অভাব কোনওদিনই ছিল না। বিয়ের পর থেকে তাঁদের সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই নানান কথা উঠেছে।কখনও আলাদা থাকা, কখনও তৃতীয় ব্যক্তির উপস্থিতি তো কখনও বিচ্ছেদ (Neel Trina Divorce) মিলিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তাঁরা। আগেরবার এইসব জল্পনার মুখে পড়ে দু’জনেই আলাদা আলাদা মন্তব্য করেছিলেন, যা পরিস্থিতি শান্ত করার বদলে উল্টে আরও উত্তেজনা বাড়িয়েছিল।
ফলে তাঁদের ব্যক্তিজীবনের প্রতিটি ছোট পরিবর্তনকেই এখন নজর রাখেন অনুরাগীরা। সম্প্রতি সেই কৌতূহল আরও বেড়েছিল সমাজ মাধ্যমের একটি ঘটনাকে ঘিরে। হঠাৎ করেই দেখা যায়, নীল ও তৃণা একে অপরকে ইনস্টাগ্রামে আর ফলো করছেন না! এর আগেও বিচ্ছেদের গুঞ্জন উঠলে তাঁরা সঙ্গে সঙ্গেই সামনে এসে সবটা স্পষ্ট করে দিতেন, কিন্তু এবার সেইসব কিছুই দেখা গেল না। নতুন করে প্রশ্ন তুলেছিল, যৌথ ছবি বা ভিডিও না থাকায়ও।
অনেকেই ধরে নিয়েছিলেন সম্পর্কের সমীকরণে বুঝি সত্যিই বদল এসেছে। এই পরিস্থিতিতে ইন্ডাস্ট্রির অন্দরে নানা গল্প ভাসতে শুরু করে। কেউ বলছিলেন কাজের চাপ দু’জনকে আলাদা করে দিয়েছে, আবার কেউ সম্পর্কের ভাঙনের দিকেই ইঙ্গিত করছিলেন। প্রসঙ্গত, নীল নিজের নতুন ধারাবাহিক নিয়ে যেমন ব্যস্ত, তৃণাও কাজে ডুবে। এই বাস্তবতা থাকলেও, দানা বেঁধেছিল রহস্যও। কিন্তু কোনও পক্ষ থেকেই স্পষ্ট কোনও বক্তব্য না আসায়, জল্পনার আগুন আরও দাউদাউ করে জ্বলতে থাকে।
তবে গতকাল সেই সমস্ত গুঞ্জনে কার্যত দাঁড়ি টেনে দিলেন নীল ও তৃণা নিজেরাই! টিভি নাইন বাংলার ‘ঘরের বায়োস্কোপ’ পুরস্কার অনুষ্ঠানে তাঁদের দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। নিজেদের ধারাবাহিকের জন্য পুরস্কার হাতে সবার সামনে উপস্থিত হয় তাঁরা। হাসিমুখে একে অপরের পাশে দাঁড়িয়ে ছবিও তোলেন। সেই মুহূর্তে তাঁদের আচরণে দূরত্বের কোনও ছাপই ছিল না, বরং ছিল স্বাভাবিকতা আর স্বস্তি। শুধু মঞ্চেই নয়, সমাজ মাধ্যমেও মিলেছে তার প্রতিফলন!
আরও পড়ুনঃ সমকামী বিয়ে করেছেন সুচন্দ্রা? এই ঘটনা কি সত্যি? কী জানালেন খোদ অভিনেত্রী?
অনুষ্ঠানের পর আবার একে অপরকে ফলো করে দিতে দেখা গেছে নীল ও তৃণাকে। এই ছোট কিন্তু স্পষ্ট পদক্ষেপেই পরিষ্কার, বিচ্ছেদের গুঞ্জন আদতে বাস্তব নয়। উল্লেখ্য, বারবার আলোচনায় এলেও, নিজেদের মতো করেই তাঁরা যে সম্পর্ক সামলাতে জানেন সেই বার্তাই যেন আরও একবার দিয়ে দিলেন এই তারকা দম্পতি। আপাতত সব প্রশ্নের উত্তর মিলেছে তাঁদের হাসিমুখের উপস্থিতিতেই আর আমাদেরও আশা, আগামী দিনগুলিতেও একে অপরের পাশে এমন করেই যেন দাঁড়িয়ে থাকেন তারা।






