‘একে ধরে গ’ণধ’র্ষণ করা উচিত’— ভয়ংকর হুম’কির শিকার স্টার জলসার ‘মা’ ধারাবাহিক খ্যাত তিথি বসু! সমাজমাধ্যমে আসল ঘটনা প্রকাশ করলেন অভিনেত্রী!

বিনোদন জগতের শিল্পীরা নিজেদের প্রতিভা দিয়ে বছরের পর বছর দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন। কখনও অভিনয়ের মাধ্যমে, কখনও গান, নাচ বা অন্যান্য শিল্পসত্তার প্রকাশে তাঁরা দর্শকের জীবনের সঙ্গে জড়িয়ে পড়েন। দর্শকের ভালোবাসাই তাঁদের মূল শক্তি। তবে সেই ভালোবাসার পাশাপাশিই অনেক সময় শিল্পীদের কটাক্ষ, বিদ্রুপ ও কটু মন্তব্যের মুখে পড়তে হয়। জনপ্রিয়তা যত বাড়ে, সমালোচনার তীরও তত ধারালো হয়—এটাই যেন বিনোদন জগতের চিরাচরিত বাস্তবতা।

এবার ঠিক এমনই কটাক্ষের শিকার হয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তিথি বসু। বহু বছর আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মা’-এর মাধ্যমে দর্শকদের ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। শিশুশিল্পী হিসেবেই অভিনয় জীবন শুরু হলেও তাঁর সাবলীল অভিনয় দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। সেই জনপ্রিয়তাই আজও তাঁর পরিচয়ের বড় অংশ।

সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ের পাশাপাশি তিথি বসু নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন ব্লগিংয়ের মাধ্যমে। ব্যক্তিগত জীবন, ফ্যাশন, দৈনন্দিন ভাবনা—সব মিলিয়ে তাঁর ভিডিও ও পোস্টে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। অনেকেই তাঁর এই নতুন যাত্রাকে স্বাগত জানিয়েছেন, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।

তবে সেই ভালোবাসার আড়ালেই লুকিয়ে রয়েছে এক ভয়ংকর বাস্তবতা। সম্প্রতি নিজের সমাজমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে তিথি জানান, গত কয়েকদিন ধরে তিনি যাই ছবি পোস্ট করছেন না কেন, সেখানে কিছু মানুষ ভয়ংকর মন্তব্য করে চলেছে।

আরও পড়ুনঃ ‘আমি বাড়িতে থাকব আর তুমি বাইরে যাবে!’ ‘যেতে হবে না বন্ধুর বাড়ি, স্বামীদের সমালোচনা করে কু-বুদ্ধি দেবে!’ দেবলীনার আ’ত্মহ*ত্যার চেষ্টার পর, ভাইরাল ভিডিওতে মানসিক চাপের ইঙ্গিত! প্রবাহের মন্তব্যে ফের সম্পর্কের অস্বস্তিকর মুহূর্ত প্রকাশ্যে!

শেষমেশ অভিনেত্রী প্রকাশ্যে আনেন সেই অভিজ্ঞতা। তাঁর কথায়, কিছু মন্তব্যে সরাসরি লেখা হচ্ছে—“একে ধরে গণধর্ষণ করা উচিত।” এই মন্তব্যগুলি তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে বলেই জানান তিথি। একজন শিল্পী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবেও এমন ভাষা কতটা ভয়াবহ, সেই প্রশ্নই এখন নতুন করে উঠে আসছে।

You cannot copy content of this page