Zubeen Garg Wife: স্বামীর তীব্র খ্যাতির আড়ালে থেকেও তিনি ছিলেন আলোচনায়, জুবিনের মৃ’ত্যুর পর কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী গরিমা

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মাত্র ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস নিলেন জনপ্রিয় গায়ক জ়ুবিন গার্গ। বৃহস্পতিবারের এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ অনুরাগীরা। ২০০৬ সালে মুক্তি পাওয়া তাঁর গান ‘ইয়া আলি’ তাঁকে এক লাফে জাতীয় পরিচিতি এনে দিয়েছিল। প্রায় দুই দশক কেটে গেলেও সেই গানের জনপ্রিয়তা আজও অটুট। এই হঠাৎ মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী গরিমা শইকীয়া।

২০০২ সালে জ়ুবিনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন গরিমা। গায়ক যখন আলোয় ভরা মঞ্চে দাঁড়িয়ে হাজারো দর্শককে মাতাচ্ছেন, তখন স্ত্রী থেকেছেন ক্যামেরার আড়ালে। তিনি অসমের এক পরিচিত ফ্যাশন ডিজাইনার। শুধু তাই নয়, লেখিকা এবং প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি। একাধিক অসমিয়া ছবির প্রযোজনা করেছেন গরিমা। জীবনের প্রতিটি ধাপে জ়ুবিনের পাশে থেকেছেন, কিন্তু কখনও স্বামীর খ্যাতিকে নিজের জীবনের অংশ হতে দেননি।

গায়কের মৃত্যুর পর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে তাঁর বাড়ির কিছু ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, নাগাড়ে কাঁদছেন গরিমা। প্রিয় স্বামীর চলে যাওয়ার যন্ত্রণা সামলাতে পারছেন না তিনি। প্রায় অসুস্থ হয়ে পড়ার মতো অবস্থা। বাড়িভর্তি আত্মীয়-বন্ধুরা বারবার তাঁকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু চোখের জল থামছে না।

শুধু গরিমা নন, এই শোকে ভেঙে পড়েছে পরিবারের অন্যান্য সদস্যও। বাড়ির বাইরে চুপ করে বসে রয়েছে গায়কের প্রিয় পোষ্য। মনিবের অভাব যেন সে টের পাচ্ছে। খাওয়াদাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে, চোখে জল নিয়ে শুধু অপেক্ষা করছে যেন দরজা খুলে প্রিয় মানুষটা বেরিয়ে আসবেন।

আরও পড়ুনঃ পুজোর আগে আর্থিক সমস্যায় অভিনেতার শঙ্কর চক্রবর্তী! পুজোর মুখে ছোটপর্দায় মধুমিতা সরকারের ‘ভোলেবাবা পার করেগা’ থেকে কেনো বাদ পড়লেন অভিনেতা?

জ়ুবিন গার্গের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা অসম। শিল্পীর অনুরাগীরা যেমন তাঁর গানের স্মৃতিতে ভাসছেন, তেমনই স্তব্ধ হয়ে গেছেন স্ত্রী গরিমা, যিনি এতদিন নীরবে থেকেও ছিলেন স্বামীর শক্তির এক বড় উৎস।