“মায়ের গয়না বেঁচেই চলত আমাদের সংসার…বাবার ভালোবাসা কপালে জোটেনি আমার!” ছোটবেলা থেকেই সঙ্গী অভাব! বাবার অনুপস্থিতিতে, মায়ের অবিরাম ত্যাগেই গড়ে উঠেছে প্রান্তিক ব্যানার্জির জীবন! অভিনেতা ভাগ করলেন সেই কষ্টের অধ্যায়!

ছোটবেলা থেকেই অভাবকে সঙ্গী করে বড় হয়েছেন অভিনেতা প্রান্তিক ব্যানার্জি। জীবনযাত্রার শুরুটা মোটেই সহজ ছিল না। সংসারের হাল ধরেননি বাবা, তাই সমস্ত দায়িত্ব এসে পড়ে তাঁর মায়ের কাঁধে। সেই লড়াইয়ের মধ্যেই ধীরে ধীরে বড় হয়েছেন প্রান্তিক।

সংসারের নিত্যপ্রয়োজন মেটানোই তখন কঠিন হয়ে উঠেছিল। স্কুলের ফি জমা দিতেও হিমশিম খেতে হয়েছে। সংসার চালাতে গিয়ে একসময় মায়ের গয়নাও বিক্রি করতে হয়। তবু হার মানেননি তাঁর মা, লড়াই চালিয়ে গিয়েছেন সন্তানের ভবিষ্যতের জন্য।

এই কঠিন সময়েই প্রান্তিকের জীবনে সবচেয়ে বড় ভরসা ছিলেন তাঁর মা। মায়ের সংগ্রামই তাঁকে সামনে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। তখন থেকেই মনে মনে ঠিক করেন, নিজের পরিচিতি নিজেই গড়ে তুলবেন। থিয়েটার দিয়ে শুরু করে টেলিভিশন, তারপর সিনেমা, একের পর এক বাধা পেরিয়ে আজ তিনি পরিচিত মুখ।

সম্প্রতি প্রান্তিক ও তাঁর মা জনপ্রিয় অনুষ্ঠান দিদি নং ১-এ এসে জীবনের এই গল্প ভাগ করে নেন। সেখানেই জানান, প্রান্তিকের একটি যমজ ভাইও আছে। ভাই দিল্লিতে থাকেন, আর প্রান্তিক থাকেন মায়ের সঙ্গেই।

আরও পড়ুনঃ “সেই দিন চোখ থেকে জল বেরিয়ে এসেছিল” রাজ চক্রবর্তী ফাঁস করলেন ভ’য়াবহ অভিজ্ঞতার কথা! টলিউডে র‍্যা*গিংয়ের শি’কার হতে হয়েছিল ‘হোক কলরব’ পরিচালককেও?

অনুষ্ঠানে সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনে উঠে আসে প্রান্তিকের জীবনের নানা অজানা দিক। বাবার ভালোবাসা না পেলেও মায়ের অবিরাম ত্যাগ আর লড়াইই আজকের প্রান্তিক ব্যানার্জিকে গড়ে তুলেছে বলে জানান অভিনেতা।

You cannot copy content of this page