আসল সত্যির উপর থেকে পর্দাফাঁস! রাজারামকে ফাঁকি দেওয়া গেল না, হাতেনাতে ধরা পড়ল রোদ্দুর-ময়না

লগ্নভ্রষ্টা বর। বাড়ির সম্মান বাঁচাতে আশ্রিতাকে বিয়ে। এভাবেই শুরু হয়েছিল জি বাংলার (Zee Bangla) সিরিয়াল ‘পুবের ময়না’র (Puber Moyna) গল্প। ময়না ওপার বাংলার মেয়ে। এখানে এক গেরস্ত বাড়িতে আশ্রিতা সে। নতুন দেশে তাঁকে যে আশ্রয় দিয়েছে, তার কথা ফেরায় কীভাবে ময়না?

বর্তমানে ময়না ও রোদ্দুরের সুখের সংসার করার কথা ছিল। তবে ‘জীবন বয়ে যায় নদীর স্রোতের ন্যায়’। আর এই বহমান স্রোতে ঢেউই জীবনের সুখ-দুঃখ, ওঠানামা। জীবনের এই চড়াই উৎরাইয়ে রোদ্দুরের সঙ্গ দিয়ে চলেছে ময়না।

ফের বিপদের সম্মুখীন হয়েছে দম্পতি ও গোটা পরিবার। আর পরিস্থিতি সামাল দিতে ছদ্মবেশ ধারণ করতে বাধ্য হয়েছে তারা। কলকাতায় থেকে অনেকটা দূরের গ্রাম এখন তাদের আস্তানা। প্রকাশ্যে নতুন প্রোমো।

প্রকাশ্যে পুবের ময়নার আজকের পর্ব

ধনন্তরীর বেশে গ্রামে এসেছে রোদ্দুর আর ময়না। সকলের সঙ্গে মিলে ঘুলে গেছে। দেখে বোঝার উপায় নেই তারা কলকাতা থেকে এসেছে। গ্রামের লোকেদের শুশ্রুষা করেই আজকাল তাদের জীবন কাটে। সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যায়, এমনই এক বুড়ো মানুষের মাথা ফাটার জন্য তার চিকিৎসা করছে রোদ্দুর।

তখনই আসে রাজারাম। রোদ্দুরকে বলে আপনি তো ধনন্তরী। আমার হাত সারিয়ে দিন। চমকে ওঠে ময়না রোদ্দুর দুজনেই। তবে কি রাজারাম এবার চিনে ফেলবে দুজনকে? সেই প্রশ্নের উত্তর দিতেই নতুন সময়ে আসছে ‘পুবের ময়না’। চলতি সপ্তাহ থেকে নতুন সময় ৫. ৩০ থেকে সম্প্রচারিত হবে এই মেগা।

আরও পড়ুনঃ “উচ্চতার শিখরে পৌঁছে গেলে…”, পিঠখোলা পোশাক লাস্যময়ী ইমন! সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের শিকার গায়িকা

You cannot copy content of this page