বিধায়ক পত্নী হয়ে এ কী কান্ড ঘটালেন শুভশ্রী? পার্টি অফিসে অভিযোগ জমা পড়ল তার নামে

টলিউডের (Tollywood) অন্যতম সফল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) একের পর এক সিনেমা ও ওয়েব সিরিজে তিনি ব্যস্ত। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘সন্তান’। টলিউডে তাঁর অভিনয় দক্ষতা ও পর্দার ক্যারিশমা সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। বর্ধমানের এই মেয়ে আজ টলিউডের অন্যতম প্রধান অভিনেত্রী।

বর্তমানে শুভশ্রী শুধু অভিনেত্রী হিসেবেই নয়, একজন রাজনৈতিক পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যও। তিনি বিধায়ক ও পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী। দাম্পত্য জীবনেও তিনি দারুণ ব্যস্ত। অভিনয়ের পাশাপাশি পরিবারের দায়িত্বও তিনি সমানভাবে পালন করছেন। তবে তারকাখ্যাতির আড়ালেও লুকিয়ে আছে তাঁর ছোটবেলার দস্যিপনার গল্প, যা আজও মানুষকে মুগ্ধ করে।

Subhashree ganguly and team bubly announced postponeding special screening

ছোটবেলায় শুভশ্রী ছিলেন দারুণ চঞ্চল ও দুষ্টু। একবার তাঁর দস্যিপনার কারণে বাবাকে ডেকে পাঠানো হয় পার্টি অফিসে। ঘটনাটি তখনকার, যখন শুভশ্রী বর্ধমানেই থাকতেন। একদিন রাস্তার মোড়ে এক ছেলের সঙ্গে মারামারি করে বসেছিলেন ছোট শুভশ্রী। এরপর পার্টি অফিস থেকে তাঁর বাবাকে জানানো হয়, “দেবু, তোর মেয়ে খুব মস্তানি করছে। রাস্তার মোড়ে একটা ছেলেকে খুব মেরেছে।”

এই ঘটনা নিয়ে শুভশ্রী নিজেই হাসতে হাসতে বলেছেন, “ছোটবেলায় আমি একটু মারামারি করতাম। পার্টি অফিস থেকে বাবার কাছে আমার নামে অভিযোগ গিয়েছিল।” অভিনেত্রী এ কথা জানিয়েছিলেন একটি রিয়্যালিটি শো ‘অপুর সংসার’-এ। তাঁর ছোটবেলার এই দস্যিপনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভক্তরা তাঁর এই গল্প শুনে দারুণ আনন্দিত।

আরও পড়ুনঃ যমজ বোনের সত্যি ফাঁস! আঁখি-ঝিলিককে একসঙ্গে দেখে চমকে উঠলো দেবা! সম্পর্কের টানাপোড়েনে গল্পে নতুন মোড়!

শুভশ্রী আজ বড় পর্দার নায়িকা এবং বিধায়ক পত্নী। তবে ছোটবেলার এই গল্প প্রমাণ করে, প্রতিটি তারকার জীবনের পেছনে রয়েছে সাধারণ জীবনের নানা রঙিন অধ্যায়। তাঁর এই মজার গল্প আজও মানুষকে অনুপ্রাণিত করে এবং মনে করিয়ে দেয়, জীবনের প্রতিটি পদক্ষেপে কিছু না কিছু শেখার থাকে।