১১ দিনের দীর্ঘ লড়াই শেষ!মৃ’ত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সঙ্গীত দুনিয়ায় শোকের ছায়া

টানা ১১ দিন ধরে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন এক জনপ্রিয় সঙ্গীতশিল্পী। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাঁকে। মাত্র ৩৫ বছর বয়সেই চিরবিদায় নিলেন এই তরুণ শিল্পী। গত ২৭ সেপ্টেম্বর ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। দুর্ঘটনার পর থেকেই ছিলেন ভেন্টিলেশন সাপোর্টে, কিন্তু শেষরক্ষা হল না।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় তাঁর মাথা ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। একাধিক অস্ত্রোপচারের পরও অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, লাইফ সাপোর্টে রাখার পরেও তাঁর শরীরে কোনও সাড়া পাওয়া যায়নি। শিল্পীর আকস্মিক প্রয়াণে স্তব্ধ তাঁর অনুরাগী ও সহকর্মীরা।

দুর্ঘটনাটি ঘটে যখন তিনি সিমলা যাচ্ছিলেন। জানা গেছে, বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে শোকের ঢল নামে। বন্ধুবান্ধব ও সহকর্মীরা তাঁর আরোগ্যের প্রার্থনা করেছিলেন, কিন্তু ভাগ্য সহায় হল না।

জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ এক কনসার্টে মঞ্চ থেকে তাঁর বন্ধুর আরোগ্যের জন্য দর্শকদের প্রার্থনা করতে অনুরোধ করেছিলেন। তাঁর কথায়, “তিনি একজন অসাধারণ মানুষ। কখনও কোনও বিতর্কে জড়াননি, সবাইকে ভালোবাসতেন। ঈশ্বর যেন তাঁর জন্য মঙ্গল করেন।” এই কথাগুলি তখনও আশা জাগিয়েছিল তাঁর ভক্তদের মনে।

আরও পড়ুনঃ ‘শাড়িটাও পরা যায় অশ্লীলভাবে, আবার শর্ট ড্রেস‌ও ভদ্রতা শিখিয়ে যায়’ — অহনার এক পোস্টেই ফের তোলপাড় নেটপাড়া! মমতা শঙ্করকেই কী তির্যক মন্তব্যে বিঁ’ধলেন অভিনেত্রী?

কিন্তু আজ সেই আশা ভেঙে চুরমার। সঙ্গীত দুনিয়া হারাল এক মেধাবী শিল্পীকে। শেষ পর্যন্ত জানা গেল—যিনি প্রয়াত, তিনি হলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা। ‘কালী জওয়ান্দে দি’–সহ অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ পুরো পাঞ্জাবি সঙ্গীত জগৎ।

You cannot copy content of this page