বাংলার যত জনপ্রিয় সব গায়ক রয়েছেন তার মধ্যে অন্যতম জনপ্রিয় এবং সেরা গায়ক হলেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। তবে একটা সময় পর্যন্ত বিতর্ক হীন জীবন কাটালেও বর্তমানে কিন্তু নিত্য দিনই বিতর্কে জড়িয়ে পড়ছেন এই গায়ক, বলা যায় বিতর্ক এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আজ থেকে বছর দুই আগে মূলত সূত্রপাত হয় তাকে ঘিরে বিতর্কের।
২০২২ সালে কলকাতায় শো করতে এসে প্রয়াত হন বলিউড গায়ক কেকে (KK)। আর তার শোয়ের একদিন আগে তাকে কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছিলেন বাঙালি গায়ক রূপঙ্কর বাগচী। আর তাৎপর্যপূর্ণভাবে রূপঙ্করের বিতর্কিত মন্তব্যের পরেই কেকে’র আকস্মিক মৃত্যু রূপঙ্করের কটাক্ষে যেন ঘৃতাহুতির কাজ করে। আর সেই ঘটনার পর
রূপঙ্করের বিরুদ্ধে কার্যত গর্জে ওঠে বাংলা।
এমনকি কেকে প্রয়াত হওয়ার পর ফোনে প্রাণ নাশের হুমকি পান রূপঙ্কর-পত্নী চৈতালি। অপমানের হাত থেকে বাদ যায়নি বাগচী পরিবারের কেউই। শুধু কী তাই? সেই সময় গায়কের পাশ থেকে সরে যান সমস্ত গায়ক-গায়িকারাই। রূপঙ্করের পাশে এসে দাঁড়াননি প্রায় কেউই। সেই ঘটনার পর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেলেও বদলাননি রূপঙ্কর।
সরকারি জায়গায় গিয়ে হম্বিতম্বি করা হোক কিংবা গালিগালাজ অথবা অন্যান্য গায়ক গায়িকাদের কটাক্ষ করা সবকিছুতেই বারবার নাম জড়িয়েছে তার। সাম্প্রতিক সময়ে ফের একবার কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছেন এই গায়ক। এবার তার নিশানায় ভারতীয় সংগীতের অন্যতম শ্রেষ্ঠ গায়িকা শ্রেয়া ঘোষাল।
ঘটনা কী?
আসলে সম্প্রতি রূপঙ্কর বাগচী চুপ কর নামক একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়া ঘোষাল সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন ‘শ্রেয়া যখন শ্রেয়া হয়নি, নাম করেনি তখন ও আমার সঙ্গে অনেক কাজ করেছে, বাংলায়। আমার সুরে অনেক গান গেয়েছে। ও ভালো বাংলা বলতে পারত না। একদমই ভালো বাংলা বলতে পারত না। আসলে ও তো কলকাতার বাঙালি নয়। প্রবাসী বাঙালি।
আরও পড়ুন: সুধার স্বপ্নে কাঁ’টাতার বুনলো ইমনের মা! সুধার স্বপ্নপূরণ করাতে এবার কি করবে তেজ?
আর রূপঙ্করের এই কথাটা শ্রেয়া ভক্তদের কাছে রীতিমতো কটাক্ষের মতো লেগেছে। আবারও গায়কের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন নেটিজেনরা। এক ব্যক্তি এই পোস্টে লেখেন, এত ফালতু বকছেন কেন আজকাল?’ অন্য এক নেটিজেন কটাক্ষ করে বলেন, ‘এত হিংসা রাখেন কোথায় ?’ বলাই বাহুল্য কেকে কান্ডের পর এখনও যে নেটিজেনরা রূপঙ্কর বাগচীকে ক্ষমা করেননি এই সমস্ত মন্তব্য তারই প্রমাণ।
“যাঁরা কচিতে নির্লজ্জ, তাঁরা বুড়ো হয়েও নির্লজ্জই থাকবে!” “আমি খুব হট দেখতে, আমার সঙ্গে কম্পিটিশনে হেরে যাবে!”— নিজের সঙ্গে তুলনা করে সমালোচকদের আক্রমণ, বিতর্কের ঝড় তুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়!