স্লিট গাউনে সে’ক্সি লাগছে খড়িকে! হিন্দি নাচে মঞ্চ কাঁপালেন শোলাংকি

স্টার জলসায় ঋদ্ধিমান আর খড়ির দুষ্টু মিষ্টি কেমিস্ট্রি বেশ ভালো লাগছে দর্শকদের। ‘গাঁটছড়া’ সিরিয়াল শুরুর পর থেকেই খুব কম সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে গিয়েছে বাঙালি দর্শকদের মনে।

এমনকি ইতিমধ্যেই মিঠাইকে এক ধাক্কায় সরিয়ে বেঙ্গল টপার হয়ে গেছে এই ধারাবাহিক। প্রধান চরিত্রে তুখোড় অভিনয় করছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। শুধু ছোট পর্দা নয়, বড় পর্দা এবং সেইসঙ্গে ডিজিটাল পর্দা কাঁপিয়ে চলেছেন তিনি।

ইচ্ছেনদী ধারাবাহিকের মাধ্যমে সেজে জনপ্রিয় হতে শুরু করেছিলেন অভিনেত্রী শোলাঙ্কি রায় তারপর আর ফিরে তাকাতে হয়নি। সম্প্রতি অভিনেতা যীশু সেনগুপ্তর সঙ্গে বাবা বেবি ও সিনেমায় দেখা দিয়েছেন।

Bengali actress

 

এছাড়াও বিখ্যাত ওয়েব সিরিজ মন্টু পাইলটেও ভালো অভিনয় করেছেন এই বাঙালি অভিনেত্রী। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল,স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। আর তাতেই নতুন করে সোশ্যাল মিডিয়া সেন্সেশন হয়ে উঠলেন শোলাংকি।

চ্যানেলের বিভিন্ন ক্ষেত্রের সেরাদেরও সম্মানিত করা হয়, অ্যাওয়ার্ড দেওয়া হয় আর তার পাশাপাশি হয় নাচ-গানে ভরপুর অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে হিন্দি গানে নাচ করে মঞ্চের উষ্ণতা বাড়ালেন শোলাঙ্কি। ওয়েস্টার্ন স্লিট গাউনে ‘খুশু খুশু’ গানে নেচে উপস্থিত দর্শক এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারিদের অবাক করে দিয়েছেন নায়িকা। তার উপরে চোখে পড়ার মতো ছিল তাঁর পোশাক। স্লিট গাউনে উন্মুক্ত পা। সেইসঙ্গে খোলা চুল। আগুনরঙা এই ড্রেসে রীতিমতো আগুন ধরালেন মঞ্চে। সেই সুনাম এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

You cannot copy content of this page