একদিকে জীবনীচিত্রের প্রস্তুতি, অন্যদিকে আবার ছোটপর্দার ঝলক। বছর ঘুরতেই ফের আলোচনার কেন্দ্রে সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর আপ্তসহায়ক তানিয়া জানিয়েছেন, সব ঠিক থাকলে মার্চ থেকেই স্টার জলসায় শুরু হবে বাংলা বিগ বসের শুটিং। বিদেশ সফরের ব্যস্ততার মাঝেও সৌরভ এই নতুন অধ্যায় নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। দর্শকও অপেক্ষায়, কেমনভাবে আবার তাঁকে পর্দায় দেখা যাবে।
জীবনীছবির কাজও থেমে নেই। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ইতিমধ্যেই তাঁর টিম নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় রেকি করে গিয়েছেন। সৌরভের বাড়ির অন্দরমহলও ক্যামেরাবন্দি করা হবে। তানিয়ার কথায়, দাদার বাড়ির মতো উপযুক্ত লোকেশন শহরে পাওয়া যায়নি। তাই বাস্তব জায়গার ছবি সংগ্রহ করে মুম্বইয়ে সেট বানিয়ে শুটিংয়ের পরিকল্পনা চলছে।
এই ছবিতে আরেকটি বড় চমক রয়েছে। আগে শোনা যাচ্ছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে মিমি চক্রবর্তী থাকবেন। তবে এখন নাকি সেই সিদ্ধান্ত বদলাতে পারে। পরিচালক ও কাস্টিং টিম বাংলার অন্য কোনও অভিনেত্রীকে ভাবছেন। সৌরভের সম্মতি মিললে নতুন মুখই দেখা যেতে পারে এই গুরুত্বপূর্ণ ভূমিকায়।
ছবিতে সৌরভ ও ডোনার কন্যা সানার চরিত্রও থাকবে। গল্প ধরা হবে দুই হাজার এগারো সাল পর্যন্ত। সানা তখন খুবই ছোট, তাই শিশুশিল্পী নেওয়া হবে মুম্বই থেকে। শুটিং হবে কলকাতা, মুম্বই ও লন্ডনে। ইডেন গার্ডেনসহ শহরের নানা জায়গা ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ‘আমার নাম অনির্বাণ নয়,সব প্রশ্নের উত্তর আমার কাছে নেই!’ অনির্বাণের “আমি মুরগি হলাম” পোস্টে নির্লিপ্ত দেব! ‘দেশু ৭’ নিয়ে কোনও রকম বিতর্কে জড়াতে নারাজ!
পর্দার সৌরভ হিসেবে রাজকুমার রাও প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তিনি বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন এবং বাঁ হাতে ব্যাট ধরার অভ্যাসও রপ্ত করছেন। সৌরভ শহরে ফিরলেই দুজনের মুখোমুখি বৈঠক হবে। অন্যদিকে বাংলা বিগ বসে কাদের সঙ্গে তাঁকে দেখা যাবে, সে বিষয়ে এখনও রহস্যই বজায় রয়েছে।






