“আপনাকে দেখে হিংসা হয়!”—স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডসে দেবের কটাক্ষের মুখে কাঞ্চন!

বাংলা টেলিভিশন প্রেমীদের কাছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস (Star Jalsha parivaar awards) মানেই এক সন্ধ্যা জুড়ে বিনোদনের উৎসব! প্রতি বছর এই অনুষ্ঠানে স্টার জলসার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা একসঙ্গে মিলিত হন, পারফর্ম করেন, পুরস্কার পান এবং দর্শকদের উপহার দেন এক মুগ্ধকর রাত। টিভির পর্দায় যাদের আমরা প্রতিদিন দেখি, সেই তারকাদের আলাদা এক দুনিয়ায় দেখা যায় এই অনুষ্ঠানে, যেখানে তারা শুধুমাত্র চরিত্র নয়, নিজেরাও হয়ে ওঠেন লাইমলাইটের কেন্দ্রবিন্দু।

এই বছরের জলসা পরিবার অ্যাওয়ার্ডস-ও তার ব্যতিক্রম ছিল না। জমকালো সেট, চোখ ধাঁধানো আলোর খেলা, তারকাদের নাচ-গানে সাজানো ছিল এই অনুষ্ঠান। প্রিয় সিরিয়ালের প্রিয় চরিত্রদের একসঙ্গে দেখার এই সুযোগ হাতছাড়া করতে চান না কেউই। পুরস্কার জয়ের মুহূর্ত যেমন ছিল আবেগঘন, তেমনই বিভিন্ন মজার পর্বে ভরপুর ছিল পুরো সন্ধ্যা। আর এই বছর হাসির ডোজ আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন দুই জনপ্রিয় তারকা—দেব (Dev) এবং কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)।

actor Kanchan Mullick

পুরস্কার বিতরণী মঞ্চে কাঞ্চন মল্লিককে দেখেই দেব একদম নিজের স্বভাবসুলভ মজার ভঙ্গিতে বললেন, “আপনি আমাদের এত টেনশনে রাখেন! বিয়ে করবেন কি করবেন না, সেটা নিয়ে ভাবতে হয়। আপনি ভ্যালেন্টাইনস ডে-তে কোথায় গেলেন, সেটা দেখতে হয়! এমনকি, আপনি হানিমুন করতে কোথায় গেলেন, সেটাও খবর হয়ে যায়! আপনি দীঘায় গেলে সেটাও ট্রেন্ডিং হয়!” দেবের কথায় হাসির রোল পড়ে যায় গোটা মঞ্চে।

আরও পড়ুনঃ “ভিকটিম কার্ড খেলি না” –উত্তর দিনাজপুর কাণ্ডের সঙ্গে তুলনা! জীবিত মেয়ের শ্রাদ্ধ করতে চলেছেন অহনার মা? সামাজিক মাধ্যমে কী বললেন তিনি?

তবে কাঞ্চনও ছাড়ার পাত্র নন! তিনি সঙ্গে সঙ্গে রসিকতা করে উত্তর দেন, “লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে! কিন্তু কী করব বলুন, যার যেখানে থাকার কথা সে তো সেখানে নেই! তাই নিজের জিনিস নিজেই ধরে দাঁড়িয়ে আছি, দাদা!” কাঞ্চনের এই মন্তব্য শুনে দেবও চুপ থাকার মানুষ নন। পাল্টা তিনি বলেন, “ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়া খুললেই আপনাকে দেখি! আপনার কাজের স্পেশাল ট্র্যাক রাখতে হয়!”এই পুরো কথোপকথন এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

দর্শকরা বলছেন, “এটাই বাংলা ইন্ডাস্ট্রির আসল মজা! এত বিতর্কের মাঝেও কাঞ্চন-মল্লিকের কমেডির জাদু অটুট!” কেউ আবার মজা করে লিখেছেন, “এবার কাঞ্চনের জীবন নিয়ে একটা সিরিয়াল বানানো হোক, নাম হবে— ‘কোন গোপনে বউ বদল হলো!’” এমনই মজার মুহূর্তে ভরপুর ছিল এবারের স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস। দেব-কাঞ্চনের এই রসিকতা প্রমাণ করল, বিনোদন জগতে হাস্যরসের গুরুত্ব ঠিক কতটা!