“আমি নিজেকে সাহসী মনে করি না, কারণ আমি জানি আমি সাহসী।”- নিজেকেই নিজে সাহসী আখ্যা দিলেন টলিউডের লেডিসুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী! সমালোচনা, ট্রোল আর নেগেটিভিটির ভিড়েও নিজের আত্মবিশ্বাসে অটল অভিনেত্রী

গ্ল্যামার জগৎ যতটাই ঝলমলে, এর ভেতরটা ঠিক ততটাই কঠিন। প্রতিদিন নতুন মুখ, নতুন প্রতিযোগিতা— আর তার মাঝেও টিকে থাকতে লাগে সাহস ও আত্মবিশ্বাস। সমালোচনা, ট্রোল, ব্যর্থতা— সবই এই জগতের অংশ। কিন্তু তবুও যারা নিজেদের আলাদা করে তুলতে পারেন, তারাই হন সত্যিকারের ‘সাহসী শিল্পী’।

বর্তমানে টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। ‘পরিণীতা’, ‘গৃহপ্রবেশ’-এর মতো একাধিক হিট ছবিতে দর্শকদের মন জয় করেছেন তিনি। বর্তমানে নতুন সিরিজ ‘অনুসন্ধান’-এর প্রমোশনের কাজে ব্যস্ত অভিনেত্রী। পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত ভাবনাচিন্তা নিয়েও খোলাখুলি মত প্রকাশ করেন শুভশ্রী, যা ভক্তদের কাছে তাকে আরও কাছের করে তোলে।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছেন, “মানুষ ট্রোল করবেই, কিন্তু তুমি কতটা নেবে সেটা তোমার উপর নির্ভর করছে।” তিনি মনে করেন, আগেকার দিনে কাকিমারা যেমন সমালোচনা করতো আজও তেমনই আছে— কেবল এখন সোশ্যাল মিডিয়া তার গতি বাড়িয়ে দিয়েছে। তাই নেগেটিভিটি নিয়ে ভাবার চেয়ে নিজের কাজেই মন দেওয়াই শ্রেয় বলে মনে করেন অভিনেত্রী।

শুভশ্রীর মতে, তার জীবনের বড় শক্তি তার প্রিয়জনরা। তারা সবসময় ভালোবাসা দেন, তাই বারবার কমেন্ট বক্স চেক করার প্রয়োজন তিনি অনুভব করেন না। অভিনেত্রীর কথায়, “আমার আশেপাশের মানুষরা আমাকে ভালোবাসে, তাই বাইরের নেতিবাচকতা আমাকে নাড়াতে পারে না।”

আরও পড়ুনঃ একটা সময় দাপিয়ে বেরিয়েছেন সিনেমার পর্দা থেকে রাজনীতির মঞ্চ! তবে একাকীত্ব‌ই এখন সঙ্গী জর্জ বেকারের! জন্মদিনে পাঁজর ভেঙে অসুস্থ, বললেন— “কেউ খোঁজও রাখে না”

অভিনেত্রীর কথায় “আমি নিজেকে সাহসী সাহসী মনে করি না, কারণ আমি জানি সাহসী।” কারণ, বর্ধমান থেকে একা কলকাতায় এসে তিনি নিজের ইচ্ছেতেই অভিনয়জগৎ বেছে নিয়েছিলেন। ছোটবেলা থেকেই যা ঠিক মনে হয়েছে, তা-ই করেছেন ভাবনা-চিন্তা করে। নিজের মতো করে বাঁচাই তার জীবনের আসল মন্ত্র— এই ভাবেই শুভশ্রী আজও অনুপ্রেরণা টলিউডের নতুন প্রজন্মের কাছে।