চৈতন্যদেব রূপে আত্মপ্রকাশ হবে দিব্যজ্যোতির! অনুরাগের ছোঁয়া থেকে তবে কি এবার বিদায় নিতে চলেছে সূর্যর চরিত্র?

‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chowya) সূর্যর জীবনে আসতে চলেছে বড় পরিবর্তন! দীপাকে ভুলে সূর্য মজে এখন বিনোদিনীতে! বাংলার বিনোদন জগতে ইতিমধ্যেই সকলের জানা আগামী দিনে সিনেমা জগতে আসতে চলেছে সৃজিত মুখার্জির পরিচালিত ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’। এই সিনেমায় অন্যতম মুখ্য ভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে।

দিব্যজ্যোতি প্রধানত ছোটো পর্দার জনপ্রিয় নায়ক বলে এখন এই অভিনেতাকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’তে। আর কিছুদিনের মধ্যেই এই ধারাবাহিক পা দিতে চলেছে ১০০০ পর্বে। সম্প্রতি অন্যদিকে আবার এও জানা গেছে আসন্ন দিনে অভিনেতা মুখ্য ভূমিকায় অভিষেক করতে চলেছে বড় পর্দায়।

anurager chowya

তবে, টানা ৩ বছর ধরে চলতে থাকা এই সিরিয়াল কি শেষ হতে চলেছে? এই প্রশ্ন করতে অভিনেতা জানিয়েছেন ধারাবাহিক সংক্রান্ত বিষয় তাঁর কোনো খবর জানা নেই। তাহলে, তিনি দুই পর্দার কাজ কি সমানভাবে চালিয়ে যাবেন? শহরের এক সংবাদ মাধ্যম এই প্রশ্ন জিজ্ঞাসা করার অভিনেতা বলেন, “ব্যাপারটা চ্যালেঞ্জিং। কিন্তু আমার তো সেটাই ভালো লাগে। যে কোনও অভিনেতার কাছে দুটো চরিত্রে একসঙ্গে কাজ করতে পারা তো দারুণ বিষয়। সেটাই তো কাম্য”।

আরও পড়ুনঃ অভিনেত্রী জীবনের প্রথম পুরস্কারের উচ্ছ্বাস! “কত হাসি কত কান্না…”, আবেগে ভাসলেন ‘বর্ষা’ ওরফে শৈলী ভট্টাচার্য

প্রসঙ্গত অভিনেতার বড় পর্দায় এটাই প্রথম কাজ। তাই, তিনি কোনো খামতিই রাখতে চান না সূচনা পর্বে। এই সিনেমার জন্য এখন থেকেই শুরু করে দিয়েছে নিজেকে তৈরী প্রস্তুতি। আগামী জুন মাস থেকে শুরু হবে শুটিং।

‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমাতে দিব্যজ্যোতি ছাড়াও থাকছেন টলিউডের তাবড় একাংশ অভিনেতা। এই ছবিতে শুভশ্রী গাঙ্গুলীকে দেখা যাবে নটী বিনোদিনীর চরিত্রে। ব্রাত্য বসুকে দেখা যাবে গিরিশচন্দ্র ঘোষের চরিত্রে, ইশা সাহাকে দেখা যাবে সমসাময়িক এক চরিত্রে, আর পারলেও এবং ইন্দ্রনীলকেও দেখা যাবে। খুব সম্ভবত এই সিনেমা আগামী শীতের ছুটি কিভাবে বছরের শেষে মুক্তি পাবে।