জুটিতে ফিরছেন নীল-স্বৈরিতি! ‘ঠিক যেন লাভ স্টোরি’র নস্টালজিয়া উস্কিয়ে ফের আসছেন ছোটো পর্দায় ?

নীল এবং বিপাশা এখন মজেছেন প্রেমেতে! সুধা এখন অতীত! নীলের জীবন জুড়ে শুধুই বিপাশা। এমনকি, স্বপ্ননীল গানে নাচতেও দেখা গেলো এই জুটিকে। নীল-বিপাশা অর্থাৎ নীল (Neel Bhattacharjee)-স্বৈরিতির একসঙ্গে না রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে নেট পাড়ায়। তাহলে, কী আবার এই দুই তারকাকে আগামী দিনে জুটি হিসেবে দেখতে চলেছে বাংলার দর্শকেরা?

প্রসঙ্গত বলা যায়, বাংলার টেলি পর্দার এই জুটিকে প্রথম দেখা যায় স্টার জলসা ‘ঠিক যেন লাভ স্টোরি’ ধারাবাহিকে। এই ধারাবাহিকেই সর্বপ্রথম অনস্ক্রিন জুটি হিসেবে এই দুই অভিনেতা-অভিনেত্রীদের দেখতে পাওয়া যায়। বর্তমানে আবার এই জুটিকে দেখতে পাওয়া যাচ্ছে জি বাংলার ‘অমর সঙ্গী’ ধারাবাহিকে।

তবে, অমর সঙ্গী ধারাবাহিকে নীলের সঙ্গে জুটি বেঁধেছে শ্যামোপ্তি আর এই জুটির মধ্যে তৃতীয় ব্যক্তির চরিত্রে অভিনয় করছে স্বৈরিতি। জি বাংলার এই সিরিয়ালে চলছে এখন প্রতিটা পর্বই জমজমাট। একদিকে, যেমন নীল অর্থাৎ রাজীব জীবনে এন্ট্রি নিয়েছে বিপাশা তেমনই সুধার জীবনে এসেছে তাঁর নতুন বন্ধু সতীশ।

আরও পড়ুনঃ ভালোবাসার ছোঁয়া পেল স্রোত-সার্থকের সম্পর্ক! স্রোতকে মনের কথা জানালো সার্থক, ‘মিঠিঝোরা’য় আসছে দারুণ রোমান্টিক পর্ব

কিন্তু, এখন ধারাবাহিকের গল্পের সব জটিলতাকে এক সাইডে সরিয়ে রেখে বাস্তবের জীবনের ইন্ডাস্ট্রির প্রিয় বন্ধু স্বৈরিতির সঙ্গে রিল বানাতে ব্যস্ত নীল। স্বৈরিতি ও নীলের বানানো এক রিল সমাজ মাধ্যম বেশ ভাইরাল হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখা মাত্রই তাদের অনেক অনুরাগীরাই দেখে খুশি হয়েছেন।