ভালোবাসার ছোঁয়া পেল স্রোত-সার্থকের সম্পর্ক! স্রোতকে মনের কথা জানালো সার্থক, ‘মিঠিঝোরা’য় আসছে দারুণ রোমান্টিক পর্ব

ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে!’ দুই পৃথিবী সিনেমার এই বিখ্যাত ডায়লগ যেনো আজ বাস্তবায়িত হয়েছে সার্থক এবং স্রোতের প্রেমের সম্পর্কে। হ্যা, কিছুটা এমনই দৃশ্য দেখা যাচ্ছে জি বাংলার ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিকে। কাছাকাছি এসেছে স্রোত এবং সার্থক।

মিঠিঝোরা সিরিয়ালের এক দৃশ্য দেখা যাচ্ছে একে অপরকে জড়িয়ে রয়েছে স্রোত ও সার্থক। সার্থক বলছে, “সবসময় চেঁচিয়ে চেঁচিয়ে কী ভালোবাসার কথা বলার দরকার হয়? না সকলে মনের ভাব মুখে প্রকাশ করতে পারে? পারে না। তখন বুঝে নিতে হয়। সেই মানুষটার কাজকর্ম দিয়ে, পাশে থাকার ইচ্ছে দিয়ে তাকে চিনে নিতে হয়”। এই কথার মাধ্যমে অবলীলায় সার্থক যেন তার মনের কথা বলে দিল স্রোতকে।

actor

এই মুহূর্তে, নেট দুনিয়ায় ভাইরাল হওয়া সার্থক ও স্রোতের দৃশ্যে দেখা যাচ্ছে স্রোত কোনোরকমভাবে সার্থকে কথার প্যাঁচে ফেলে স্বীকার করাতে চাইছে ভালোবাসার কথা। স্রোতকে বলতে শোনা যাচ্ছে, “তুমি যাদের কথা বললে আমাকে ভালোবাসে, তাদের মুখে বলতে কেন অসুবিধা হবে? সেটাই তো আমি বুঝতে পারছিনা”। এক কথায় বলা যেতে পারে, ধারাবাহিকের আসন্ন দিনে প্রেমের জোয়ারে ভাসতে চলেছে সার্থক ও স্রোত।

আরও পড়ুনঃ বিয়ের বছর ঘোরার আগেই সন্তান! “আমাদের পারফরমেন্সটা ভাবো!” কাঞ্চনকে নিয়ে গর্বিত শ্রীময়ী

বর্তমানে সিরিয়ালে দেখা যাচ্ছে, নানা কান্ড ঘটার পর রাই আবারও ফিরে এসেছে অনির্বাণের জীবনে। খুব স্বাভাবিকভাবেই রাইয়ের বাড়িতে বইছে খুশির হাওয়া। এদিকে, রাই-অনির্বাণের পাশাপাশি এই ধারাবাহিকে গুরুত্ব পায় সার্থক-স্রোতের জুটিও। এই জুটির গল্পে প্রেমের শুরুতে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁদের। তবে, সব বাধা কাটিয়ে আজ এক হয়েছে সার্থক-স্রোত।

তিন বোনের জীবনের গল্প নিয়ে শুরু হওয়া সিরিয়ালের গল্প আজ পরিস্থিতির কবলে পড়ে বদলে গিয়েছে অনেকটা। রাই-অনির্বাণ এবং সার্থক-স্রোত ইচ্ছা হলেও নিজের জীবন গোছালেও, নীলু নিজের দোষেই নষ্ট করেছে তাঁর জীবন। না সে করতে পারলো সংসার আর না সে সম্মানের সঙ্গে থাকতে পারছে বাপের বাড়িতে।