রবিবাসরীয় ভাতঘুম ভুলে রাজপথে ছোটপর্দার শিল্পীরা! দাবি একটাই ‘তিলোত্তমার বিচার চাই…’

দেখার মতো মিছিল। আরজি কর কাণ্ডে (RG Kar Incident) উত্তপ্ত গোটা দেশ। গর্জে উঠেছেন আম জনতা থেকে সেলিব্রিটি। পথে নামছেন প্রত্যেক পেশার মানুষ। দিনকয়েক আগে পথে নেমে সরব হয়েছিলেন টলিপাড়ার (Tollywood) শিল্পীরা। এবার বাদ পড়লেন না ছোটপর্দার কলাকুশলীরাও। রবিবাসরীয় ভাতঘুম নয়। বরং বিচার চেয়ে সোচ্চার হয়ে রাজপথে শামিল হলেন তাঁরা।

আরজি কর হাসাপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও হত্যার ঘটনার দু’সপ্তাহ পাড়। বিচার পাননি তিলোত্তমা। নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে স্লোগান তুললেন ছোটপর্দার শিল্পীরাও। টলিপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর।

রবিবার সন্ধ্যা ছটায় টেলিভিশন শিল্পীদের ঢল নামল রাস্তায়। মিছিল ইন্দ্রপুরী স্টুডিও থেকে যায় দেশপ্রিয় পার্ক পর্যন্ত। পোস্টার হাতে বা গলায় ঝুলিয়ে একাধিক চেনা মুখকে দেখা যায় মিছিলে পা মেলাতে। সকলের একটাই দাবি ‘বিচার’।

আরজি করে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে মিছিলে পা মিলিয়েছেন টলিপাড়ার একাধিক চেনা মুখ

মিছিলে শামিল ছিলেন শান্তিলাল মুখোপাধ্যায়, অভিনেত্রী তুলিকা বসু, অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, শ্রুতি, রাহুল, সৌরভ পালোধি প্রমুখ। ছিলেন বর্ষীয়াণ তারকা সুমন্ত মুখোপাধ্যায়, অলকানন্দ রায়, চৈতি ঘোষাল, দিগন্ত বাগচীরাও।

আরও পড়ুন: এবার ছোট পর্দায় আসছে এক্স প্রেম! থাকছেন বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী! বিপরীতে সবার প্রিয় ডোডো দা

অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় জানান, ”আর জি করের ঘটনায় পথে নেমেছেন টলিপাড়ার শিল্পীরা। আর্টিস্ট, টেকনিশিয়ন, ডিরেক্টর সকলেই যোগ দিয়েছেন এই মিছিলে। সকলেই এই ঘটনার বিচার চাই। রাজনৈতিক বা অরাজনৈতিক কিছুই জানতে চাই না। আমরা এই ঘটনার বিচার চাই।’

Back to top button