ঠোঁটে ঠোঁট রেখে স্বামীর জন্মদিনে উষ্ণতা ছড়ালেন শুভশ্রী! রাজের জন্মদিনে আবেগঘন পোস্ট অভিনেত্রীর

আজ ২১শে ফেব্রুয়ারী, বাংলাদেশ সহ ভারতেরও ভিন্ন প্রান্তে ‘ভাষা দিবস’ পালন হলেও ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসায় মোরা আদুরে কিছু ছবি স্বামীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)। হ্যাঁ, আজ টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) জন্মদিন।

আর এই জন্মদিনকে কেন্দ্র করে শুভশ্রী ও রাজের জীবনের বিশেষ কিছু মুহূর্তের ছবি পোস্ট করলেন অভিনেত্রী। কোথাও দেখা যাচ্ছে বিয়ের মুহূর্তের ফটো আবার কোথাও দেখা যাচ্ছে ঠোঁটে ঠোঁট রেখে নেট পাড়ায় উষ্ণতা ছড়াচ্ছেন এই তারকা দম্পতি।

Bengali cinema

তবে, এইসব তোলা ছবি গুলো আজকের নয়। বিগত কয়েক বছরের ভিন্ন মুহূর্তের ছবি রয়েছে এখানে। শুভশ্রী এইসব ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “হ্যাপি বার্থডে পার্টনার। প্রার্থনা করি জীবনের সব সুখ তুমি পাও। বুঝতে পারি না কী ভাবে ব্রুনো মার্স তোমার জন্য আমার অনুভূতিটা বুঝে যান।”

আরও পড়ুনঃ নায়িকা অন্বেষাকে মেনে নিতে নারাজ দর্শকরা! অভিনয়ে মন দিতে গানের দুনিয়াকে বিদায় জানাচ্ছেন গায়িকা?

বর্তমানে, এই দম্পতির দুই ছেলে-মেয়ে ও শাশুড়িকে নিয়ে ভরা সংসার। গত ২০১৮সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। মাঝে মাঝেই বাড়ির নানান খুঁটিনাটি ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে রাজ-শুভশ্রী। জন্মদিনের এই স্পেশাল কোলাজ করা ফটো দেখে রাজের অনেক অনুরাগীরাই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন।

You cannot copy content of this page